জলঢাকায় ভারতীয় ৬ টি গরু জব্দ ; মামলা দায়ের

মনিরুজ্জামান লেবু, নীলফামারী প্রতিনিধি:
নীলফামারীর জলঢাকায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অবৈধ পথে অাসা ভারতীয় ৬ টি গরু জব্দ করেছে উপজেলা প্রশাসন। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সন্ধ্যায় উপজেলা নির্বাহী অফিসার মাহবুব হাসানের নেতৃত্বে শিমুলবাড়ী ইউনিয়নে বঙ্গবন্ধু ডিগ্রী কলেজ মাঠে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ভারতীয় ৬ টি গরুর রশিদ ও ট্যাক্সের কাগজ না থাকায় সেসব গরু জব্দ করে নোয়াখালীর সোনাইমুড়ী এলাকার মৃত্যু সালেহ অাহম্মেদ এর ছেলে ইসমাইল হোসেন বাহার(৪০),একই এলাকার সফিউল্লাহ ওরফে মুন্না(৪২),
নীলফামারীর জলঢাকার শিমুলবাড়ী এলাকার সাতারু মামুদ”র ছেলে অালী হোসেন (৪০), একই এলাকার মৃত্যু খয়রুদ্দীন এর ছেলে অমিজার রহমান (৫৫) কে অাসামী করে নিয়মিত মামলা দায়ের করেন পুলিশ।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সিফাত মো. ইশতিয়াক ভূঁইয়া।এসময় উপস্থিত ছিলেন,উপজেলা নির্বাহী অফিসার মাহবুব হাসান, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলম,মীরগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আব্দুর রহিম সহ বিজিবি”র সদস্যরা।
জানা যায়,নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার আমেশাপাড়া এলাকার মৃত্যু সফুউল্লাহ’র ছেলে গরু ব্যবসায়ী দাউদ হোসেন গরুগুলি ট্রাকযোগে
নোয়াখালী নিয়ে যাওয়ার সময় অাটক করা হয।