জলঢাকায় জেলার নবাগত পুলিশ সুপার”র সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

মনিরুজ্জামান লেবু নীলফামারী জেলা প্রতিনিধিঃ মুজিববর্ষের অঙ্গীকার পুলিশ হবে জনতার এই প্রতিপাদ্য কে সামনে রেখে নীলফামারীর জলঢাকায় মাদক, সন্ত্রাস, উগ্রবাদ, জুয়া ও ইভটিজিং বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে জলঢাকা থানার আয়োজনে অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান”র সভাপতিত্বে থানা চত্বরে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নীলফামারী নবাগত পুলিশ সুপার মোহাম্মদ মোখলেছুর রহমান বিপিএম, পিপিএম।অন্যান্যদের মাধ্যে বক্তব্য রাখেন, নীলফামারী তিন আসনের সাবেক সংসদ সদস্য অধ্যাপক গোলাম মোস্তফা, অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার মোহাম্মদ আতিকুর রহমান, রুহুল আমিন, সহকারী কমিশনার ভুমি গোলাম ফেরদৌস, উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক সহীদ হোসেন রুবেল,জাতীয় পার্টির সদস্য সচিব অধ্যাপক মমিনুল ইসলাম মন্জু, সাবেক পৌর মেয়র ইলিয়াস হোসেন বাবলু, পৌর আ’লীগের সাধারণ সম্পাদক ও মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল মজিদ, প্রেসক্লাব”র সাধারণ সম্পাদক ও এস এ টিভি”র নীলফামারী প্রতিনিধি মাহবুবর রহমান মনি, খুটামারা ইউপি চেয়ারম্যান আবু সাঈদ শামীম, গোলনা ইউপি চেয়ারম্যান কামরুল আলম কবির ও সাংবাদিক হাসিবুল ইসলাম মিতু সহ আরো অনেকে।
এর আগে নবাগত পুলিশ সুপার কে ফুলের তোরা দিয়ে জলঢাকা উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ বাহাদুর”র পক্ষে শুভেচ্ছা জানান তাজুল ইসলাম, মাইক্রো শাখার পক্ষে সভাপতি তহিদুল ইসলাম ও খেলোয়াড়দের পক্ষে আলমগীর হোসেন।উক্ত মতবিনিময় সভা পরিচালনা করেন জলঢাকা থানার এস আই বদরুদ্দোজা।