জলঢাকায় আগুনে পুড়ে গেছে আইএসপিপি’র যত্ন প্রকল্পের কার্যালয় সহ অফিসার্স ক্লাব

মনিরুজ্জামান লেবু, নীলফামারী প্রতিনিধিঃনীলফামারীর জলঢাকায় আগুনে পুড়ে গেছেআইএসপিপি’র যত প্রকল্পের কার্যালয় সহ অফিসার্স ক্লাব। রোববার গভীর রাতে অগ্নিকান্ডের এ ঘটনাটি ঘটে। এতে প্রায় ২৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিক ভাবে  ধারনা করা হচ্ছে। পরে জলঢাকা ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনতে পারলেও এরই মধ্যে পুড়ে যায় অফিসার্স ক্লাব ও যত প্রকল্প অফিসের আসবাবপত্রসহ সাংস্কৃতিক অনুষ্ঠানে ব্যবহৃত সাউন্ড সিস্টেমের সরঞ্জামাদি। 
জানা যায়, উপজেলা প্রশাসনের আয়োজনে ১৭ মার্চ থেকে শুরু হওয়া স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও স্বল্পন্নত দেশ থেকে উন্নয়নশীল বাংলাদেশ শীর্ষক ১২ দিনব্যাপী অনুষ্ঠান চলছিল উপজেলা পরিষদ চত্ত¡রে। রোববার সমাপনী দিনে উপজেলা পরিষদের উম্মুক্ত মঞ্চে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান শেষ হওয়ার কিছুক্ষণ পরে   এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।স্থানীয়রা জানায়, রোববার রাত ১২টা ৩০ মিনিট পর্যন্ত উপজেলা পরিষদের উম্মুক্ত মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান চলছিল। অনুষ্ঠান শেষ হওয়ার কিছুক্ষণ পরেই জানতে পারি আগুন লেগেছে। এ বিষয়ে জলঢাকা ফায়ার সার্ভিস এন্ড সিভিল স্টেশন অফিসার রিফাত আল মামুন জানান, রাত ১টা ১৫ মিনিটে সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনি। তিনি আরও বলেন, যত প্রকল্প অফিস থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে ক্ষয়ক্ষতি এবং আগুন লাগার বিষয়টি তদন্তের পরে বলা যাবে। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুব হাসান জানান,এ ঘটনায় যত্ন প্রকল্পের এসপিএস সফিকুল ইসলাম থানায় একটি সাধারণ ডায়েরি করেছে, পুলিশকে তদন্ত করে ব্যবস্থা নিতে বলা হয়েছ।
এ ঘটনায় থানা অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান জানান, অগ্নিকান্ডের বিষয়টিকে গুরুত্ব দিয়ে আমরা তদন্ত করছি।