জমতে শুরু করেছে তাঁত,বস্ত্র, হস্ত ও কুটির শিল্প মেলা-২০২১।

চাঁপাইনবাবগঞ্জ জেলা সংবাদদাতাঃ জেলা প্রশাসন আয়োজিত বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উপলক্ষে একমাস ব্যাপী তাঁত,বস্ত্র,হস্ত ও কুটির শিল্প মেলায় লোকসমাগম বাড়তে শুরু করেছে। গত ১৫ মার্চ জেলা স্টেডিয়ামে (পুরাতন) এ মেলার উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক এ কে এম তাজকির উজ জামান। মেলায় এখনো সব স্টল চালু না হলেও শিশু ও কিশোরদের খেলার রাইডগুলো চালু হওয়ায় শিশুদের নিয়ে অভিভাবকরা ভিড় করছে রাইডগুলোতে। গার্মেন্টস, ইমিটেশন কসমেটিকস ও কয়েকটি শুকনো খাবারের দোকান চালু হলেও বেশির ভাগ দোকান এখনো চালু হয়নি। দোকান গুলোর সাথে কথা বলে জানা যায়, বেচা বিক্রি তেমন হচ্ছে না সব দোকান চালু হলে বেচা বিক্রি বাড়বে বলে আসাবাদি।মানুষ এখন বাচ্চাদের নিয়ে রাইড গুলোতে চড়তে ও কিছুটা সময় কাটিয়ে যাচ্ছে। মেলার প্রবেশ ফি রাখা হয়েছে দশ টাকা।মেলা পরিচালনা করছে সূচনা এন্টারপ্রাইজ,রাজশাহী।