জনবল ও আবাসন সংকট, জলঢাকায় স্বাস্থ্য সেবা ব্যাহত

মনিরুজ্জামান লেবু, নীলফামারী প্রতিনিধিঃ
জনবল ও আবাসন সংকটে ভুগছে নীলফামারীর জলঢাকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। এতে করে ব্যাহত হচ্ছে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা রোগীদের স্বাস্থ্য সেবা। হাসপাতাল সূত্রে জানা যায়, হাসপাতালের বড় সমস্যা হচ্ছে জনবল ও আবাসন সংকট। ৫০ শয্যা এ হাসপাতালে চিকিৎসক থাকার কথা ৩৩ জন। এর মধ্যে চিকিৎসক রয়েছেন ১৫ জন। তাদের দিয়েই
সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে চিকিৎসা সেবা দেওয়ার। হাসপাতালে ইসিজি মেশিন থাকলেও নেই টেকনিশিয়ান। আর দীর্ঘদিন ধরে নষ্ট হয়ে পড়ে আছে এ হাসপাতালের আল্ট্র্াসনোগ্রাম মেশিন। অপরদিকে অপারেশন থিয়েটার স্বচল থাকলেও নেই এ্যান্থেসিয়া ডাঃ। যার ফলে সিজারসহ বিভিন্ন অপারেশনে দেখা দেয় সমস্যা। উপ-সহকারী মেডিকেল অফিসার ১৪ জন থাকার কথা থাকলেও আছে মাত্র ৫ জন। আর পরিছন্ন কর্মী ৮ জনের জায়গায় আছে মাত্র ৪ জন। করোনা আইসোলেশন কক্ষ থাকলেও বর্তমানে নেই কোন রোগী। এ উপজেলায় ৪৩ টি কমিউনিটি ক্লিনিক রয়েছে,এর মধ্যে ১ টিতে হয়নি লোক নিয়োগ। আর সাব সেন্টার রয়েছে ৪ টি তার মধ্যে
স্থাপনা নেই ১ টিতে। হাসপাতালটিতে ১৫ জন ডাঃ কর্মরত থাকলেও আবাসন সংকটের কারনে তাদের থাকতে হচ্ছে অন্যত্র।এছাড়াও আবাসন সংকটের কারনে এ হাসপাতালের কর্তব্যরত নার্স,সিনিয়র ষ্টাব সহ কর্মচারীরা পরিবার পরিজন নিয়ে পড়েছে বিপাকে। ফলে ব্যহত হচ্ছে স্বাস্থ্য সেবা।
এ বিষয় জলঢাকা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রেজওয়ানুল কবির
বলেন, চিকিৎসক, সিনিয়র স্টাফ ও নার্সদের থাকার জন্য যতটা আবাসন থাকার দরকার সে তুলনায় অনেক কম থাকায় খুবেই সমস্যার সৃষ্টি হচ্ছে। তৃতীয় ও চতুর্থ শ্রেণির জনবল এবং পরিছন্নতা কর্মীর খুবেই সংকট। এ্যান্থেসিয়া পদায়ন ও সেবিকাদের আবাসন নির্মান খুবেই জরুরী।