ছাত্র-ছাত্রীদের সাথে পুলিশের সচেতনতামূলক মতবিনিময় সভা


জীবননগর প্রতিনিধি :
চলমান গুজব রোধে চুয়াডাঙ্গা জেলার সর্বত্র আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিকসহ নিয়ন্ত্রণের লক্ষ্যে জেলা পুলিশের নির্দেশনায় রোববার সকালে উপজেলার জীবননগর পাইলট বালক ও জীবননগর সরকারি বালিকা বিদ্যালয়ের ছাত্র -ছাত্রীদের সাথে থানা পুলিশের সচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মতবিনিময় সভায় প্রাধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চুয়াডাঙ্গা জেলা সিনিয়র সহকারী পুলিশ সুপার জনাব মোহাম্মদ আবু রাসেল মিয়া বর্তমান গুজব পরিস্থিতি নিয়ে নানামুখি দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন। তিনি বিদ্যালয়ের শিক্ষক -শিক্ষার্থীদের ছেলে ধরা গুজব ছড়ানো কিংবা যে কোন গুজবে কান না দিয়ে সৃষ্ট এমন কোন পরিস্থিতিতে সবার আগে দ্রুত থানা পুলিশকে জানানোর জন্য বিশেষ আহবান জানান।
সভায় শিক্ষক – শিক্ষার্থী ছাড়াও জীবননগর থানার অফিসার ইনচার্জ শেখ গনি মিয়া, পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. ফেরদৌস ওয়াহিদ, সেকেন্ড অফিসার এসআই নাহিরুল ইসলাম,এসআই মোস্তাফিজুর রহমানসহ থানায় দায়িত্বরত অন্যান্য পুলিশ অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন।