ছাত্র অধিকার পরিষদ রাজবাড়ী জেলার সিনিয়র যুগ্মআহ্বায়ক রুহুল আমিন দীর্ঘ ৯ মাস পর কারাগার থেকে মুক্তি 

মোঃ রাহাত শেখ – বালিয়াকান্দি, রাজবাড়ী
নরেন্দ্র মোদি বাংলাদেশ আগমন এর সময় মদি বিরধি আন্দলন থেকে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ এর ৪০ নেতা কর্মি আটক হয়,, এর মধ্যে রাজবাড়ী জেলা ছাত্র অধিকার পরিষদ এর ছাত্র নেতা রুহুল আমিন আটক হন।

দীর্ঘ ৯ মাস তার জামিন না মঞ্জুর হয়,,কিন্তু গত ১৫ ডিসেম্বর তার জামিন মঞ্জুর হয় এবং আজ ২৮ ডিসেম্বর তার মুক্তি হয়। কাশিমপুর কেন্দ্রিয় কারাগার থেকে রাজবাড়ী জেলা শাখার সভাপতি মাহবুব খান তাইব এবং কেন্দ্রিয় গন অধিকার পরিষদের নেতা কর্মি তাকে ফুল দিয়ে বরন করে নেই।

তার পর তার রাজবাড়ী আগমন উপলক্ষে রাজবাড়ী জেলা ছাত্র পরিষদ কমিটির মোঃরিপন, হালিম মোল্লা,সোহাগ,রিজবি সহ অনেকে এবং যুব নেতা কল্লল রাব্বি,কামাল হোসাইন,রেজা,নুরন্নবি লিটন,রুবেল আপন। শ্রমিক নেতা রিপন,মেহেদি সহ বিভিন্ন ইউনিট এর নেতা কর্মি তাকে দ্বিতিয় দফায় ফুল দিয়ে বরন করে নেই।রুহুল আমিন বলেন জেল মামলা জুলুম করে ছাত্র দের আটকাই রাখা যাবে না।