চৌমুহনীতে রাবেয়া নার্সিং ইনস্টিটিউট ডিপ্লোমা ইন নার্সিং সাইন্স ও মিডওয়াইফারী ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা

বদিউজ্জামান তুহিন, নোয়াখালী থেকে ঃ নোয়াখালীর রাবেয়া নার্সিং ইনস্টিটিউট ডিপ্লোমা ইন নার্সিং সাইন্স ও মিডওয়াইফারী ১ম বর্ষের ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা বুধবার সকালে চৌমুহনী কলেজ রোডস্থ ডাক্তার পাড়ায় রাবেয়া নার্সিং ইনস্টিটিউট অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়। রাবেয়া নার্সিং ইনস্টিটিউট’র চেয়ারম্যান ডাঃ মোঃ আবু নাসের’র সভাপতিত্বে ও রাবেয়া নার্সিং ইনস্টিটিউট’র ব্যবস্থাপনা পরিচালক ডাঃ সুলতানা রাবেয়া খানম’র পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ) নোয়াখালী সভাপতি ডাঃ এম. এ নোমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) নোয়াখালী সভাপতি ডাঃ ফজলে এলাহী খাঁন, স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) সাধারণ সম্পাদক ডাঃ মাহবুবুর রহমান, নোয়াখালী আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ডাঃ হরিভূষণ সরকার, নোয়াখালী আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজ উপাধ্যক্ষ ডাঃ মোঃ মাহফুজুর রহমান বাবুল, চৌমুহনী সরকারী এস.এ কলেজ সাবেক অধ্যক্ষ কুঞ্জলাল কর্মকার, চৌমুহনী সাধারণ ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি মাষ্টার সালা উদ্দিন, চৌমুহনী পৌরসভার কাউন্সিলর সাহাব উদ্দিন কাজল, নোয়াখালী জেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক বীরমুক্তিযোদ্ধা বাবু তপন চন্দ্র মজুমদার, নোয়াখালী নার্সিং ইনস্টিটিউট অধ্যক্ষ খালেদা খানম, রাবেয়া নার্সিং ইনস্টিটিউট’র অধ্যক্ষ মনিকা মজুমদার, রাবেয়া নার্সিং ইনস্টিটিউট’র অধ্যয়নরত ছাত্র-ছাত্রী ও অভিভাবকসহ অনেকেই। অনুষ্ঠানে অতিথিগণ বলেন, নার্সদের সুন্দর ব্যবহার ও সেবার মধ্যমে অনেক মুমূর্ষ রোগী সুস্থ্য হয়ে উঠে। তাই রাবেয়া নার্সিং ইনস্টিটিউট’র সকল ছাত্র-ছাত্রীদেরকে ভালো ব্যবহার ও ভালো পড়াশুনার মধ্যদিয়ে জীবনটাকে গড়ে তুলতে হবে। অনুষ্ঠানের চেয়ারম্যান ডাঃ আবু নাসের বলেন, এখানে যারা পড়াশুনা করেতে এসেছো তারা অবশ্যই ভালো পড়াশুনা করতে হবে। পড়া শুনায় মনোযোগি না হলে ভালো রেজাল্ট করা কখনও সম্ভব হবে না। তোমরা পড়াশুনার মাধ্যমে ভালো রেজাল্ট করলে আমরা অবশ্যই তোমাদেরকে কর্মসংস্থার সৃষ্টিতে সহযোগিতা করবো। তোমাদের প্রতি আমার সর্বদা সু-দৃষ্টি থাকবে। তোমারা একদিন এ প্রতিষ্ঠানের সুনাম দেশের সর্বত্র ছড়িয়ে দিবে। তোমরা দেশ ও জাতির কল্যাণ বয়ে আনবে এটি আমার দৃঢ় বিশ্বাস।