চেয়ারে বসতে আর কোনো বাধা নেই : নিপুণ

চেয়ারে বসতে আর কোনো বাধা নেই : নিপুণ

নিজেস্ব প্রতিবেদক –

চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদকের চেয়ার নিয়ে জায়েদ খান ও নিপুণের দ্বন্দ্ব আদালত পর্যন্ত গড়িয়েছে। সাধারণ সম্পাদক পদে জায়েদ খানের পক্ষে দেওয়া হাইকোর্টের আদেশ স্থগিত করেছে চেম্বার আদালত। আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চের শুনানি আগামী ১৩ ফেব্রুয়ারি। ওই দিন পর্যন্ত জায়েদ-নিপুণ দু’জনের কেউই দায়িত্ব পালন করতে পারবে না।

 

এদিকে আদালতের শুনানি শেষে গণমাধ্যমের মুখোমুখি হন নিপুণ। তিনি বলেন, ‘আদালতের প্রতি আমরা শ্রদ্ধাশীল। আদালত যে রায় দেবে, সেটিই আমরা মেনে নেব। প্রথম থেকেই বলে আসছি- আমি ন্যায়বিচার চাই। আদালত আজ আমার প্রতি ন্যায়বিচারই করেছে।’

সাধারণ সম্পাদক পদে আপনি জয়ী- এ কথা কি আমরা বলতে পারি? সাংবাদিকদের এমন প্রশ্নে নিপুণ বলেন, ‘হ্যাঁ আপনারা সেটি বলতে পারেন।’

তিনি কবে চেয়ারে বসছেন- এমন প্রশ্নে নিপুণ বলেন, ‘এখন চেয়ারে বসতে আর কোনো বাধা নেই। কিন্তু আমি ফুল বেঞ্চের জন্য অপেক্ষা করতে চাই। শুধু একটা কথাই বলব- আপিল বোর্ড থেকে আমি ন্যায়বিচার পেয়েছি, আদালত থেকেও ন্যায়বিচার পেয়েছি।’

তিনি আরও বলেন, ‘আদালতে আজ দেখানো হয়েছে, আমরা শপথ নিয়েছি। শপথ নিয়ে আমি অলরেডি সেই চেয়ারে আছি। আর তাই সেই চেয়ারে কিন্তু আমি যেতে পারি। এখানে কোনো বাধা নেই।’

সমিতির দায়িত্ব নিয়ে প্রথম কী কাজ করতে চান, সে প্রসঙ্গে নিপুণ বলেন, ‘প্রথম আমি যে কাজটি করতে চাই, ১৮৪ জন (মৃত ২০) শিল্পী যাদের সদস্যপদ বাতিল করা হয়েছে প্রথমে তাদের সদস্যপদ ফিরিয়ে দেব। এরই মধ্যে ইলিয়াস কাঞ্চন ভাইয়ের সাথে আমি কথা বলেছি।’

তিনি যোগ করেন, ‘আরেকটি কথা আমি বারবার বলেছি- আমাকে একটু সুযোগ দেন, আমি মাননীয় প্রধানমন্ত্রীকে এফডিসিতে নিয়ে আসি। এফডিসিতে যেদিনই উনার (শেখ হাসিনা) পা পড়বে সেদিনই এফডিসি জ্বলজ্বল করে উঠবে। কারণ উনি যে জিনিসটি ধরেছেন, সেটিই স্বর্ণ হয়ে উঠেছে। আমার মনে হয় এফডিসিও সেটি হয়ে যাবে।’

 

এই অভিনেত্রীর ভাষ্য, ‘পুরো পৃথিবী আমার জন্য যেভাবে দোয়া করেছে, যেভাবে আমার পাশে দাঁড়িয়েছে, শিল্পীরা যেভাবে আমাকে সাপোর্ট দিয়েছে- আমার আসলে বলার ভাষা নেই। আপনারা সবাই আমাদের শিল্পী সমাজের জন্য দোয়া করবেন। অবশ্যই আমাদের ভুল বুঝবেন না।’