চূড়ান্ত হলো টাইগারদের যুক্তরাষ্ট্র সফরের সূচি

স্পোর্স্ট ডেস্ক : অবশেষে চূড়ান্ত হলো বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের টি-টোয়েন্টি সিরিজের তিন ম্যাচের সূচি। যদিও আগে থেকেই যুক্তরাষ্ট্রের মাটিতে সিরিজ খেলতে হবে জানিয়ে দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বৃহস্পতিবার (১৪ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সিরিজের দিনক্ষণ ও ভেন্যু নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্র ক্রিকেট (ইউএসএসি)।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ২১ মে শুরু হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। পরের দুই ম্যাচ যথাক্রমে ২৩ ও ২৫ মে অনুষ্ঠিত হবে। সবগুলো ম্যাচই হবে যুক্তরাষ্ট্রের টেক্সাসের হিউস্টনের প্রেইরি ভিউ ক্রিকেট কমপ্লেক্স মাঠে।

ক্রিকেটের কোনো সংস্করণেই এখনও মুখোমুখি হয়নি বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র। মূলত টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবেই এই সিরিজ খেলবে টাইগাররা।

এবিষয়ে বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী বলেছেন, ‘বাংলাদেশ দলের জন্য এই সফরটি আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার আদর্শ মঞ্চ।

তিনি বলেন, আমরা এই প্রস্তুতি পর্বের গুরুত্ব অনুধাবন করছি। এই অসামান্য অভিজ্ঞতাকে সর্বোচ্চ উপায়ে কাজে লাগানোর জন্য আমরা নিবেদিত রয়েছি।’

আগামী ২ জুন শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর। চলবে ২৯ জুন পর্যন্ত। এবারের প্রতিযোগিতার আয়োজক যৌথভাবে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজ।

বিশ্বকাপে বাংলাদেশের দুটি ম্যাচ রয়েছে যুক্তরাষ্ট্রে। ৮ জুন সকাল সাড়ে ৬টায় টেক্সাসের ডালাসে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বমঞ্চে যাত্রা শুরু করবে টাইগাররা।

এরপর আগামী ১০ জুন রাত সাড়ে ৮টায় নিউইয়র্কে টাইগারদের প্রতিপক্ষ হবে দক্ষিণ আফ্রিকা।