চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদে শেখ পিন্টুর “শব্দসারি”র প্রকাশনা উৎসব

সুমন ইকবাল : মঙ্গলবার সন্ধ্যা ৬ টায় চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের আয়োজনে শহীদ আলাউল হলে বাংলাদেশ ও ভারতের বিশিষ্ট লেখকদের লেখায় শিল্প সাহিত্য সংস্কৃতি বিষয়ক প্রকাশনা শেখ পিন্টুর প্রকাশনা ও সম্পাদনায় “শব্দসারি” প্রকাশনা উৎসব ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের সভাপতি ও বরেণ্য কবি নজমুল হেলাল। শব্দসারি প্রকাশনার প্রকাশক ও সম্পাদক শেখ পিন্টুকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান বিশিষ্ট গল্পকার শওকত আলী বিশ্বাস এবং আগত লেখিয়েবৃন্দকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের দপ্তর সম্পাদক সুমন ইকবাল এবং চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের সহ সাধারণ সম্পাদক আবু নাসিফ খলিল।
সূচনা বক্তব্য দেন শব্দসারি প্রকাশক ও সম্পাদক শেখ পিন্টু। শব্দসারি প্রকাশনার উপর বিশদভাবে আলোচনা করেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের সহযোগী অধ্যাপক মুন্সি আবু সাইফ, অধ্যক্ষ হামিদুল হক মুন্সী, গোলাম কবীর মুকুল এবং আহাদ আলী মোল্লা। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন রিচার্ড রহমান, মুশতাক আহমেদ,হাবিবি জহির রায়হান, শওকত আলী বিশ্বাস, সাইফুল ইসলাম এবং নুর হোসেন।আলোচকবৃন্দ রঙিন কভারের ১২০ পৃষ্ঠার শব্দসারি সাহিত্য প্রকাশনার ভূঁয়সী প্রশংসা করেন এবং পাশাপাশি এর সাফল্য কামনা করেন।শব্দসারিতে বাংলাদেশ ও ভারতের বিশিষ্ট কবি,লেখক-লেখিকার কবিতা,ছড়া,ছোট গল্প,প্রবন্ধ, নিবন্ধ স্থান পায়।শব্দসারি প্রকাশনা থেকে নিজের লেখা কবিতা পাঠ করেন আনছার আলী, আবু নাসিফ খলিল, আশিকুজ্জামান আসাদ,জিল্লুর রহমান রুবেল, সুমন ইকবাল এবং হারুন অর রশিদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক নজির আহমেদ।