চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের ৪৪তম বর্ষপূর্তিতে বাংলাদেশের সুবর্ণ জয়ন্তী ও মুজিব শতবর্ষ উদযাপন

চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের আযোজনে বাংলাদেশের সুবর্ণ জয়ন্তী, মুজিব শতবর্ষ ও চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের ৪৪তম বর্ষপূর্তি উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শেখ সামসুল আবেদীন খোকন

সুমন ইকবাল

চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের আযোজনে বাংলাদেশের সুবর্ণ জয়ন্তী, মুজিব শতবর্ষ ও চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের ৪৪তম বর্ষপূর্তি উৎসবের দ্বিতীয় দিনে উদযাপিত হয়েছে।

দ্বিতীয় দিনের অনুষ্ঠানের সভাপতি চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের অন্যতম উপদেষ্টা হেদায়ত আলী বিশ্বাস এ্যালবার্ডের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা পরিষদের চেয়ারম্যান শেখ সামসুল আবেদীন খোকন, বিশেষ অতিথি ছিলেন কবি ও গবেষক ড. গাজী রহমান এবং বিশিষ্ট সমাজসেবক আজিজুল হক।

প্রথমে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন আগত প্রধান অতিথি, বিশেষ অতিথিসহ চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের নেতৃবৃন্দ।
প্রধান অতিথি ও বিশেষ অতিথিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান সুমন ইকবাল, হৃদিকা ও মৃত্তিকা।

প্রধান অতিথি ও বিশেষ অতিথিকে শুভেচ্ছা স্মারক ও উত্তরীয় প্রদান করেন চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের অন্যতম উপদেষ্টা হেদায়েত আলী বিশ্বাস এ্যালবার্ড।
অনুষ্ঠানের শুরুতেই সূচনা বক্তব্য দেন চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের সভাপতি ও দেশবরেণ্য কবি নজমুল হেলাল।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে কবি ও সাহিত্যিকদের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, কবিতার মান শব্দ চয়ন, শব্দ বিন্যাস সাহিত্যকে অন্যান্য উচ্চতায় পৌঁছে দেয়। চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের বর্তমান কর্মকান্ডে সন্তোষ প্রকাশ করে সার্বিক সহযোগিতা করার আশ্বাস দেন।

সাহিত্য ও সংস্কৃতি নিয়ে বিশদভাবে আলোচনা করেন বিশেষ অতিথি ড. গাজী রহমান, গতানুগতিক সাহিত্য নিয়ে আলোচনা করেন বিশেষ অতিথি বিশিষ্ট সমাজসেবক আজিজুল হক।

শুভেচ্ছা বক্তব্য দেন সোনালী ব্যাংকের ডিজি এম মোঃ নাজমুল হক, আন্দুলবাড়িয়া সাহিত্য পরিষদের উপদেষ্টা নারায়ন ভৌমিক।

আলোচনা পর্ব শেষে কবিতা পাঠ করেন মিজানুর রহমান মন্ডল, তৌহিদ আকবর অন্তু,ইদ্রিস মন্ডল,ইব্রাহিম খলিল,আশিকুজ্জামান আসাদ,জুবায়ের হাসান,রাকিব হাসান,আনছার আলী,সালমা খাতুন,মুরশিদ,ফয়সাল আহমেদ,,গোলাম কবীর মুকুল, রাবেয়া খাতুন,দিলরুবা, হামিদুল ইসলাম আজম, হাবিবি জহির রায়হান,সার্থক আলীম,কবি নজমুল হেলাল, রতন কুমার শর্মা, ফয়সাল আহমেদ,রিয়াজ উদ্দীন বাদশা,আতিয়ার হোসেন,মোশাররফ হোসেন,নাইমুর রহমান,আলমগীর, মুন্সি কবীর।

কবিতা আসরের পর চুয়াডাঙ্গা শিল্পকলা একাডেমির সঙ্গীত প্রশিক্ষক আব্দুস সালাম তারার নেতৃত্বে একঝাঁক শিল্পী সঙ্গীত পরিবেশন করেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক নজির আহমেদ ।

সার্বিক সহযোগিতায় ছিলেন রিচার্ড রহমান, সুমন ইকবাল, কাজল মাহমুদ, হোসেন জাকির, হোসেন ফারুক, আহমেদ বেলাল, মাসুদ রানা প্রমুখ।