চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের স্মরণ সভা

সুমন ইকবাল
বুধবার সন্ধ্যায় চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের প্রয়াত চারজন সদস্য দ্রোহের কবি অমিতাভ মীর, সাহিত্য সংগঠক ও বিশিষ্ট সাংবাদিক জেড আলম, রম্য সাহিত্য রচিয়তা মোক্তার আলী এবং চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের সাবেক অর্থ সম্পাদক সিরাজুল ইসলামের স্মরণে স্মরণসভা অনুষ্ঠিত হয়। স্মরণসভায় সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের সভাপতি কবি নজমুল হেলাল। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক নজির আহমেদ। প্রয়াত কবি-সাহিত্যিকবৃন্দের স্মরণে স্মৃতিচারণ করেন চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদ অন্যতম উপদেষ্টা ও সহয়োগী অধ্যাপক মুন্সি আবু সাইফ, দৈনিক মাথাভাঙ্গার প্রকাশক ও সম্পাদক সরদার আল-আমিন,সাবেক অধ্যক্ষ হামিদুল হক মুন্সি, অধ্যক্ষ শাজাহান আলী বিশ্বাস, এ্যাড. বজলুর রহমান, হাবিবি জহির রায়হান, কাজল মাহমুদ, আনছার আলী, শোয়েব আক্তার প্রমুখ।
প্রয়াত দ্রোহের কবি অমিতাভ মীরের স্মরণে স্বরচিত লেখা পাঠকরেন সুমন ইকবাল, ইদ্রিস মন্ডল, সুমন মালিক। দ্রোহের কবি অমিতাভ মীরের কন্যা সুজানা ফারদিন অদীতি এবং প্রয়াত সিরাজুল ইসলামের নাতি সিয়াম শাহেদ স্মৃতিচারণ করেন। স্মরণসভায় উপস্থিত ছিলেন আতিয়ার রহমান, গিয়াস উদ্দিন টিটোন,গোলাম কবীর মুকুল, আহাদ আলী মোল্লা, ইব্রাহিম খলিল, হাবিবা খানম,চন্দনা,রোজা প্রমুখ।
সমাপনী বক্তব্যে কবি নজমুল হেলাল বরণীয় মানুষকে শ্রদ্ধার সাথে স্মরণ করার মধ্য দিয়ে ভবিষ্যৎ প্রজন্মকে এগিয়ে নেওয়ার প্রত্যায় ব্যক্ত করে স্মরণসভার সমাপনী ঘোষণা করেন।