চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্বোধন করলেন পুলিশ সুপার

সুমন ইকবাল
গতকাল সকাল ১০টায় চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদ চত্বরে শহীদ আলাউল হলে চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী, মুজিব শতবর্ষ এবং মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বার্ষিক সাহিত্য প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের সভাপতি কবি নজমুল হেলালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠান উদ্বোধন করেন চুয়াডাঙ্গা জেলা পুলিশ সুপার জাহিদুল ইসলাম।
চুয়াডাঙ্গা জেলার চার উপজেলার থেকে আগত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, কলেজ, বিশ্ববিদ্যালয় এবং সাধারণ বিভাগ থেকে প্রায় ৫০০ শতাধিক শিক্ষার্থী স্বতস্ফুর্ত ভাবে প্রতিযোগিতায় অংশ গ্রহণ করেন। এই অনুষ্ঠানে বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন সহয়োগী অধ্যাপক মুন্সি আবু সাইফ, অধ্যক্ষ শাহজাহান আলী, আবু আফজাল সালেহ, মিজানুর রহমান মন্ডল, রিচার্ড রহমান, আনছার আলী, কাজল মাহমুদ, আহাদ আলী মোল্লা, সুমন ইকবাল, ইব্রাহীম খলিল, হোসেন মোহাম্মদ ফারুক ও হেলাল হোসেন জোয়ার্দার।
সহযোগিতায় ছিলেন আতিয়ার রহমান, সাজ্জাদ হোসেন, শওকত আলী, আশিকুজ্জামান আসাদ,ইব্রাহিম খলিল হিমু প্রমুখ।
বিজয়ীদের মাঝে ১৮ ডিসেম্বর আনুষ্ঠানিক ভাবে পুরষ্কার তুলে দেওয়া হবে। শুক্রবার যথারীতি বিকাল ৪টায় সাপ্তাহিক সাহিত্য আসর পদধ্বনি চলবে।