চুয়াডাঙ্গা জেলা প্রশাসককে ফোন করে ত্রাণ পেল ৩ পরিবার

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গা জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকাররকে ফোন করে তিনটি পরিবার তাদের অবস্হা তুলে ধরলে জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশনাক্রমে এনডিসি জনাব সিব্বির আহমেদ ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব আমজাদ হোসেন তাদের কাছে ত্রাণ সহায়তা পৌছে দেন। চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের পক্ষ থেকে লকডাউনের কারণে বাড়িতে অবস্থানরত অসহায় মানুষদের ত্রাণ সহায়তা করা হচ্ছে। অসহায় মানুষগুলো ত্রাণ সহায়তা পেয়ে কিছুটা হলেও খাদ্যের চাহিদা মেটাতে পারছে। কিন্তু তারপরে ও যারা ত্রাণ সামগ্রী এখনো পর্যন্ত পাননি তাদেরকে সরাসরি জেলা প্রশাসকের সাথে সরাসরি যোগাযোগ করতে বলা হচ্ছে। সেই নির্দেশনা অনুসরণ করেই জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকারের সাথে যোগাযোগ করলে তাদের বাড়িতে নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়া হয়।