চুয়াডাঙ্গায় ‘হিট অ্যাকশান ডে’ পালন। তীব্র তাপদাহ থেকে বাঁচতে রেডক্রিসেন্ট সোসাইটির সচেতনতা প্রচারণা।

এম এ মতিন, চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গায় শুরু হচ্ছে ভ্যাপসা গরমের সাথে তীব্র তাপপ্রবাহ, তাপপ্রবাহে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে এর কারণে বেড়ে গেছে হিটস্ট্রোক সহ নানাবিধ শারীরিক সমস্যা।

চুয়াডাঙ্গায় বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি চুয়াডাঙ্গা ইউনিটের উদ্যোগে ‘হিট অ্যাকশান ডে’ পালন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে গতকাল শুক্রবার বেলা ১০টায় বড়বাজার শহীদ হাসান চত্বরে লিফলেট বিতরণ, বোতজাত পানি বিতরণ ও সচেতনতা বৃদ্ধির লক্ষে পথ নাটক প্রদর্শন করা হয়।

এসময় রেডক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারি শহিদুল ইসলাম সাহান, কার্যনির্বাহী সদস্য অ্যাড. রফিকুল ইসলাম, অ্যাড. এস এম শাহজাহান মুকুল, হাবিবুল্লাহ জোয়ার্দ্দার, ইউনিট অফিসার তাসলিমা খাতুন এবং যুবপ্রধান শাহিন হোসেনসহ আজীবন সদস্যবৃন্দ ও যুব সদস্যরা উপস্থিত ছিলেন।
সচেতনতা মূলক বক্তব্য প্রদানকালে বক্তারা বলেন, তীব্র রোদ থেকে দূরে থাকুন। প্রচুর পরিমাণে বিশুদ্ধ পানি পান করুন। এক বা একাধিকবার গোসল করুন। তীব্র রোদে ছাতা ব্যবহার করুন। মাঝে মাঝে ছায়ায় বিশ্রাম নিন। অসুস্থ হলে ডাক্তাারের পরামর্শ নিন, এবং প্রয়োজন ব্যাতিত ঘরের বাহিরে না যাওয়ার পরামর্শ দেন।