চুয়াডাঙ্গায় সাপ নিয়ে ব্যতিক্রমী খেলা ‘ঝাঁপান’

নিজস্ব প্রতিবেদক : সাপকে বশে আনা সবসময় এক কষ্টসাধ্য ব্যাপার। আর সেখানে যদি যোগ হয় সাপের নানা কৌশল ও প্রদর্শন, তাহলে তো কথাই নেই। চুয়াডাঙ্গার মাখালডাঙ্গায় অনুষ্ঠিত হয়ে গেলো এমনই এক ঝাঁপান খেলা। যা উপভোগ করতে জড়ো হয়েছিলো হাজার হাজার মানুষ।

বাঁশির সুরের সাথে যোগ হয়েছে ঢোল বাদ্য। উঠছে তাল। আর সেই তালেই মাতাল হচ্ছে বিষধর সাপ। মনসা মঙ্গলের পালা গানসহ বিভিন্ন গানের তালে নাচছে সাপুড়ে। নিজে নাচছে, নাচাচ্ছে ফনা তোলা গোখরাসাপকে।

যেনো সাপুড়ের নাচের তালে মিলে মিশে একাকার হয়ে যাচ্ছে সাপগুলোও। সাপুড়ের করা বিভিন্ন ইশারায় সাপগুলো নানা রকম অঙ্গভঙ্গি প্রদর্শন করে আনন্দ দিচ্ছে দর্শনার্থীদের।

আর দূর দূরান্ত থেকে আগত দর্শনার্থীরাও সাপের এই ঝাঁপান খেলা উপভোগ করছে প্রাণ ভরে। সব মিলিয়ে যেনো এক উৎসবের আমেজ।

চুয়াডাঙ্গায় আয়োজিত এই ঝাঁপান খেলাকে কেন্দ্র করে বসে ছোট আকারের মেলা। এদিকে, আগত দর্শনার্থীদের দাবি, কালের বিবর্তনে হারাতে বসা গ্রামবাংলার এই খেলা যেনো প্রতিবছরই আয়োজন করা হয়।

এদিকে, নতুন প্রজন্মকে গ্রামবাংলার এই ঐতিহ্যবাহী খেলার পরিচয় করিয়ে দেয়াই আয়োজনের মূল উদ্দেশ্য বলে জানান আয়োজকরা।

দিনব্যাপী আয়োজিত এই ঝাঁপান খেলায় চুয়াডাঙ্গা ছাড়াও ঝিনাইদহ, মাগুরা ও কুষ্টিয়া জেলার সাপুড়েরা সাপ নিয়ে হাজির হয়।