চুয়াডাঙ্গায় ফার্স্ট ক্যাপিটাল বিশ্ববিদ্যালয়ে ফলের উৎসব-১৪৩০ উদযাপন।

এম এ মতিন, চুয়াডাঙ্গা প্রতিনিধি: বাংলাদেশের প্রথম রাজধানী খ্যাত চুয়াডাঙ্গা জেলায় অবস্থিত স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ের মধ্যে অন্যতম ফার্স্ট ক্যাপিটাল ইউনিভার্সিটি।
এই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ‘ল’ ডিপার্টমেন্টের ২৭ ব্যাচের এই আয়োজনে গতকাল শুক্রবার।
“মধু মাসের আগমন, ফলাহারের নিমন্ত্রণ”
স্লোগানকে সামনে রেখে গতকাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে মধু মাসের ফলের উৎসব-১৪৩০।

উৎসবমুখর পরিবেশে উপস্থিত থেকে সকলের মাঝে উৎসবের আনন্দকে ভাগাভাগি করে নেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামীলীগের সাবেক যুগ্মসাধারণ সম্পাদক, ও সাবেক পৌর মেয়র এবং ফার্স্ট ক্যাপিটাল বিশ্ববিদ্যালয়ের ভাইস চেয়ারম্যান রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন।
এ সময় বিভিন্ন ডিপার্টমেন্টের প্রধানগণ সহ প্রতিষ্ঠানিক কর্মকর্তা-কর্মচারী শিক্ষক, শিক্ষিকা এবং শিক্ষার্থীবৃন্দ উপস্থিত থেকে ফলাহার করেন।