চুয়াডাঙ্গায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ২০০ বোতল ফেন্সিডিল ৪ কেজি গাঁজাসহ গ্রেফতার ১

মোঃ তারিকুর রহমান,জীবননগর(চুয়াডাঙ্গা) প্রতিনিধিঃ চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে চুয়াডাঙ্গা সদর উপজেলার কুকিয়া চাঁদপুর গ্রাম হতে ২০০ বোতল ফেন্সিডিল ও ৪ কেজি গাঁজা পাচারের সময় একজনকে আটক করে পুলিশ। পুলিশ সুত্র জানায় ,বৃহঃস্পতিবার রাত ৯ টায় চুয়াডাঙ্গা সদর উপজেলার কুুুকিয়া চাঁদপুর গ্রাম হয়ে মাদকের একটি বড় চালান পাচার হওয়ার গোপন সংবাদ পায়। এসময় চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ আবু জিহাদ ফকরুল আলম খাঁনের নেতৃত্বে এস আই একরাম হোসেন ও এস আই লাভলু সহ চুয়াডাঙ্গা থানা পুলিশের চৌকস টিম দর্শনার দিক থেকে আগত একটি হলুদ রঙের মিনি ট্রাক/পিকাপ যাহার রেজিঃ নম্বর ঢাকা মেট্রো ন ১৬-৭৭৯৩ সন্দেহজনক প্রতীয়মান হলে

সিগনাল এর মাধ্যমে থামান। এসময় গাড়ী তল্লাশী করে পিকআপের পিছনে পাটাতনের উপর ধানের বিচেলির নিচে রাখা বিশেষ কায়দায় রক্ষিত ২০০ (দুইশত) বোতল ভারতীয় আমদানি নিষিদ্ধ জাতীয় মাদক ফেনসিডিল ও মোটা কাগজে মোড়ানো ৪ (চারটি ) পোটলায় প্রতিটি পোটলায় ০১ কেজি করে সর্বমোট ০৪ কেজি গাজা পেয়ে উদ্ধার ও জব্দ করে। এসময় গাড়ির ড্রাইভার ঝিনাইদাহ জেলার সালিয়া থানার হাসানুজ্জামানের ছেলে মোঃ ইমরান হোসেন ( ২৮) উপস্থিত জনতার সামনে থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ তাকে আটক করতে সক্ষম হয়। তল্লাশিকালে আসামী গাড়ির চালক মোঃ ইমরান হোসেন উদ্ধারকৃত মাদকের দায়-দায়িত্ব স্বীকার করে সহযোগী অপরাধীদের নাম প্রকাশ
করে। আসামিকে এই ঘটনা সম্পর্কে আরো বিস্তারিত জিজ্ঞাসাবাদ করে গডফাদারকে আটক করবে বলে জানায় পুলিশ।এ বিষেয় চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ আবু জিহাদ ফকরুল আলম খাঁন এস আই একরামুল হোসেন নিজে বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা উক্ত আসামীর বিরুদ্ধে একটি মাদক মামলা দায়ের করেছেন।