চুয়াডাঙ্গায় ডেঙ্গু রোগী সনাক্ত, একদিনে আক্রান্ত হয়ে ভর্তি ৩

আফজালুল হক, চুয়াডাঙ্গা
এবার চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে একদিনে নারীসহ তিন রোগী ভর্তি হয়েছেন। আজ (২৭জুলাই) শনিবার পরীক্ষা-নিরীক্ষা করে তাদের ডেঙ্গু আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয় বলে জানান সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. শামীম কবীর।
তারা হলেন, চুয়াডাঙ্গা পৌর এলাকার সিনেমা হলপাড়ার আজিমুদ্দিনের স্ত্রী শিরিনা আক্তার (৫০), বাগানপাড়ার শের আলীর ছেলে আব্দুল মোহাইমেম (৩৮) ও মেহেরপুর বাড়াদি ইউনিয়নের মোমিনপুর গ্রামের পশ্চিমপাড়ার রফিকুল ইসলামের ছেলে তারিখ হাসান (২১)।
ডেঙ্গু আক্রান্ত তিন রোগীর স্বজনেরা বলেন, গত কয়েকদিন যাবত ধরে প্রচন্ড জ্বরে ভুগছিলেন তারা। বাড়িতে প্রাথমিক চিকিৎসা নিয়েও জ্বর না কমলে আজ শনিবার তাদেরকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে পরীক্ষা-নিরীক্ষা করে তাদের ডেঙ্গু আক্রান্ত হিসেবে শনাক্ত করে সদর হাসপাতালের চিকিৎসকরা।

সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. শামীম কবীর বলেন, শনিবারে একই দিনে সদর হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা করে নারীসহ তিনজনকে ডেঙ্গু আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়েছে। মূলত ঢাকা থেকে এই রোগ ছড়াচ্ছে। ইতিমধ্যে তাদের প্রয়োজনীয় চিকিৎসা শুরু হয়েছে।
তিনি জানান, আক্রান্তদেরকে মশারির ভেতরে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের পরিবারের কেউ যাতে আর ডেঙ্গুতে আক্রান্ত না হয় সেজন্য তাদের নানাভাবে পরামর্শ ও দিক নির্দেশনা দেওয়া হচ্ছে।

ডেঙ্গু বিষয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. আওলিয়ার রহমানের পরামর্শ

১. ডেঙ্গুর লক্ষণগুলো কী?
সাধারণভাবে ডেঙ্গুর লক্ষণ হচ্ছে জ্বর। ১০১ ডিগ্রি থেকে ১০২ ডিগ্রি তাপমাত্রা থাকতে পারে। জ্বর একটানা থাকতে পারে, আবার ঘাম দিয়ে জ্বর ছেড়ে দেবার পর আবারো জ্বর আসতে পারে। এর সাথে শরীরে ব্যথা মাথাব্যথা, চেখের পেছনে ব্যথা এবং চামড়ায় লালচে দাগ (র‍্যাশ) হতে পারে। তবে এগুলো না থাকলেও ডেঙ্গু হতে পারে।

২. জ্বর হলেই কি চিন্তিত হবেন?
‘ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে যারা মারা গেছেন, তারা জ্বরকে অবহেলা করেছেন। জ্বরের সাথে যদি সর্দি- কাশি, প্রস্রাবে জ্বালাপোড়া কিংবা অন্য কোন বিষয় জড়িত থাকে তাহলে সেটি ডেঙ্গু না হয়ে অন্যকিছু হতে পারে। তবে জ্বর হলেই সচেতন থাকতে হবে।”

৩. বিশ্রামে থাকতে হবে
সরকারের কমিউনিক্যাবল ডিজিজ কন্ট্রোল বা সংক্রামক ব্যাধি নিয়ন্ত্রণ বিভাগের অন্যতম পরিচালক ড. সানিয়া তাহমিনা বলেন, ”জ্বর হলে বিশ্রামে থাকতে হবে। তিনি পরামর্শ দিচ্ছেন, জ্বর নিয়ে দৌড়াদৌড়ি করা উচিত নয়। একজন ব্যক্তি সাধারণত প্রতিদিন যেসব পরিশ্রমের কাজ করে, সেগুলো না করাই ভালো। পরিপূর্ণ বিশ্রাম প্রয়োজন।”

৪. কী খাবেন?
প্রচুর পরিমাণে তরল জাতীয় খাবার গ্রহণ করতে হবে। যেমন – ডাবের পানি, লেবুর শরবত, ফলের জুস এবং খাবার স্যালাইন গ্রহণ করা যেতে পারে। এমন নয় যে প্রচুর পরিমাণে পানি খেতে হবে, পানি জাতীয় খাবার গ্রহণ করতে হবে।

৫. যেসব ঔষধ খাওয়া উচিত নয়
ডেঙ্গু জ্বর হলে প্যারাসিটামল খাওয়া যাবে। স্বাভাবিক ওজনের একজন প্রাপ্ত বয়স্ক ব্যক্তি প্রতিদিন সর্বোচ্চ চারটি প্যারাসিটামল খেতে পারবে।”
চিকিৎসকরা বলছেন, প্যারাসিটামলের সর্বোচ্চ ডোজ হচ্ছে প্রতিদিন চার গ্রাম। কিন্তু কোন ব্যক্তির যদি লিভার, হার্ট এবং কিডনি সংক্রান্ত জটিলতা থাকে, তাহলে প্যারাসিটামল সেবনের আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে।
ডেঙ্গু জ্বরে আক্রান্ত হলে গায়ে ব্যথার জন্য অ্যাসপিরিন জাতীয় ঔষধ খাওয়া যাবে না। ডেঙ্গুর সময় অ্যাসপিরিন জাতীয় ঔষধ গ্রহণ করলে রক্তক্ষরণ হতে পারে।