চুয়াডাঙ্গায় কাঁচাবাজার ও মাংস বিক্রয় স্থান পরিদর্শন করলেন পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপু

নিজস্ব প্রতিবেদকঃ বুধবার দিনভর চুয়াডাঙ্গা মাথাভাঙ্গা ব্রিজ সংলগ্ন কাঁচাবাজার ও হাঁস মুরগি গরুর মাংস বিক্রয়ের স্থানগুলোতে সরেজমিনে পরিদর্শন করেছেন চুয়াডাঙ্গা পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপু । এসময় নিচের বাজারে বিশেষ করে যেখানে হাঁস মুরগি গরু জবাই করা হয় এবং কাঁচা বাজার এলাকায় প্রচন্ড অপরিষ্কার অবস্থা পরিলক্ষিত হয়েছে। এখান থেকে প্রতিনিয়ত বাতাসে প্রচন্ড দুর্গন্ধ ছড়ায়। আশেপাশের বাতাসকে প্রচন্ড বিষাক্ত করে তুলছে। এই সমস্যা দূরীকরনে পৌর মেয়রের উদ্যোগে বাজার কমিটির নেতৃবৃন্দ, ব্যবসায়ীবৃন্দ, সম্মানিত উপস্থিত ক্রেতা বৃন্দকে নিয়ে একটি আলোচনা সভার আয়োজন করা হয়। এ সময় পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপু সহ বাজার কমিটির সদস্যবৃন্দ, সম্মানিত ব্যবসায়ীবৃন্দ, সম্মানিত ক্রেতাবৃন্দ উপস্থিত ছিলেন। তাৎক্ষণিকভাবে পৌর মেয়র বাজারকে পরিষ্কার-পরিচ্ছন্নতার আওতায় এনে পরিচ্ছন্নতা অভিযান শুরু করেন। এ বিষয়ে পৌর মেয়র উপস্থিত ব্যবসায়ীবৃন্দকে পরিষ্কার-পরিচ্ছন্নতার বিষয়ে এবং বাজারে অসুস্থ হাঁস মুরগি, গরুর মাংস সাধারণ ক্রেতা কে ভুল বুঝিয়ে বিক্রয় করা থেকে সতর্ক করেন। আলোচনা সভায় করোনা ভাইরাস সম্পর্কে সচেতন হওয়া ও এই রোগ থেকে প্রতিরোধ বিষয়ে জেলা পুলিশ চুয়াডাঙ্গা কর্তৃক প্রস্তুতকৃত এবং পৌর মেয়র কর্তৃক প্রস্তুতকৃত লিফলেট বিতরণ করা হয়।