চুয়াডাঙ্গার জীবননগরে বিজিবির অভিযানে ইয়ার রাইফেল ও স্প্রীং উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার মনোহরপুর ইউনিয়নের মাধবখালী মাঠের আমবাগানে অভিযান চালিয়ে ইয়ার রাইফেল ও স্প্রীং উদ্ধার করে ৫৮-বিজিবি। সোমবার (৮জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৬টি ইয়ার রাইফেল ও ২৯ স্প্রীং আটক করে বিজিবির সদস্যরা। তবে কাউকে আটক করতে সম্ভব হয়নি। ৫৮ বিজিবির সহকারী পরিচালক নজরুল ইসলাম বলেন, অস্ত্র পাচার করার উদ্দেশ্যে মাধবখালী আমবাগানের ভিতর অবস্থান করছে কিছু চোরাকারবারীরা। এমতাবস্থায় খালিশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এর ধোপাখালী বিওপির টহল দল অভিযান পরিচালনা করে। বিজিবির উপথিতি টের পেয়ে চোরাকারবারীরা মালামাল ফেলে পালিয়ে যায়। এসময় তল্লাশি করে একটি বস্তার ভিতরে ৬ টি ভারতীয় ইয়ার রাইফেল ও ২৯ টি ইয়ার রাইফেলের স্প্রিং উদ্ধার করে। আটককৃত ভারতীয় অস্ত্রের আনুমানিক মূল্য-এক লক্ষ ৭৯ হাজার টাকা। অস্ত্র দিয়ে দেশের অভ্যন্তরে নাশকতার পরিকল্পনা ছিল পাচারকারীদের উদ্দেশ্য বলে জানায় এই কর্মকর্তা। এ ঘটনায় এখনো কাউকে আটক করতে পারিনি আইনশৃংখলা বাহিনির সদস্যরা।