চুয়াডাঙ্গার জনপ্রিয় ফটোগ্রাফার মিরা আর নেই

নিজস্ব প্রতিবেদক : চুয়াডাঙ্গার জনপ্রিয় মুখ মিরাজুল ইসলাম মিরা আর নেই। (ইন্নালিল্বাহি….. রাজিউন)। তিনি চুয়াডাঙ্গার প্রাচীনতম ষ্টুডিও ‘আমাদের ষ্টুডিও’ -এর মালিক আজাদ মিয়ার কাছে ছবিতোলা শিখে কর্মজীবন শুরু করেন। পরে প্রবাস জীবন কাটিয়ে নিজ শহর চুয়াডাঙ্গা চৌরাস্তার মোড়ে ‘ষ্টুডিও মেলা নামে’ ষ্টুডিও ব্যবসা শুরু করেন।
রোববার বিকাল চারটার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৮ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে রামিজ, সিয়াম ও মেয়ে মেহেকসহ অসংখ্যা বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন এবং গুণাগ্রাহী রেখে গেছেন। রোববার রাত ৯টায় পৌর শহরের জান্নাতুল মওলা মসজিদে নামাজে জানাযা শেষে পার্শ্ববর্তী কবরস্থানে দাফনকার্য সম্পন্ন হয়। পরিবার জানায়, তিনি দীর্ঘদিন যাবত শরীরের নানাবিধ সমস্যায় ভুগছিলেন। এরমধ্যে কিডনি ও পায়ে বড় ধরণের সমস্যা ছিল তাঁর। বেশ কয়েকবার রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে চিকিৎসা করিয়েও প্রতিকার মেলেনি। সর্বশেষ শনিবার দুপুরে মুক্তিপাড়াস্থ নিজ বাসভবনে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। দ্রুত তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক জানান- মস্তিস্কে রক্তক্ষরণ জনিত কারণে তাঁর অবস্থা বিপজ্জনক। চিকিৎসাধীন অবস্থায় পরদিন (রোববার) বিকাল ৪টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।