চুয়াডাঙ্গার গ্রামে গ্রামে চুরি ডাকাতি বেড়ে যাওয়ায় আলমডাঙ্গার জামজামিতে আইন-শৃঙ্খলা বিষয়ক সভা

আর জে রাজিব, জামজামি প্রতিনিধি

চুয়াডাঙ্গা জেলা আলমডাংগা উপজেলার জামজামি ইউনিয়ন পরিষদের আয়োজনে জামজামী বাজারে আইন শৃঙ্খলা বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গ্রামে গ্রামে চুরি ডাকাতি বেড়ে যাওয়াই এই আইন শৃঙ্খলা বিষয়ে কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত হয়।

বুধবার সন্ধ্যায় জামজামি বাজার কমিটির সভাপতি গোলাম সরোয়ারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জামজামী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামজামী ফাঁড়ির অফিসার ইনচার্জ মোঃইলাহি বক্স, টুআইসি আলি আহমদ সহ গন্যমান্য ব্যক্তি বর্গ।

সভায় ওয়ার্ড পর্যায়ে সম্প্রীতি সভা করা, সকলকে সর্তক থাকা সহ অন্যান্য বিষয়ে আলোচনা করা হয়।

বিশেষ সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ৮ নং ওয়ার্ড মেম্বার রাশেদুজ্জামান রাজিব, ৩ নং ওয়ার্ড মেম্বার মোঃআরিফুল ইসলাম,মোঃ মিজানুর রহমান সহ প্রতিটি ওয়ার্ড সদস্য ও এলাকার গন্যমান্য ব্যক্তি। সভায় জামজামি ফাড়িকে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম, এলাকার গন্যমান্য ব্যক্তি ও প্রবাসীদের সহযোগিতায় একটি পিকাপ প্রদান করা হয়।