চুয়াডাঙ্গা সরোজগঞ্জ বাজারে অভিযান, ৪টি প্রতিষ্ঠানকে জরিমানা

এম এ মতিন, চুয়াডাঙ্গাঃ বৃহস্পতিবার (২৯ শে ডিসেম্বর) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চুয়াডাঙ্গা জেলা কার্যালয় কর্তৃক সদর উপজেলার সরোজগঞ্জ বাজার এলাকায় বেলা ১১ টার দিকে মুদিখানা, ফার্মেসী, গোখাদ্য ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের প্রতিষ্ঠানে অভিযান পরিচালিত হয়।

চুয়াডাঙ্গা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এর সহকারি পরিচালক সজল আহম্মেদের প্রেরিত তথ্য সূত্রে জানা যায়,
অভিযানে মেসার্স সেন্টু স্টোরে মুল্যতালিকা যথাযথভাবে প্রদর্শন না করা ও মেয়াদ মুল্যবিহীন পণ্য বিক্রয়ের অপরাধে এর মালিক মোঃ ওবাইদুর রহমানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৩৭ ও ৩৮ ধারায় ৩০০০ টাকা, মেসার্স তুলি এন্টারপ্রাইজ এর মালিক মোঃ মমিনুল ইসলামকে প্রতিষ্ঠানে মুল্যতালিকা প্রদর্শন না করার অপরাধে ৩৮ ধারায় ১০০০ টাকা, মেসার্স ইমন ফার্মেসিকে মেয়াদ উত্তীর্ণ ঔষধ সংরক্ষণ ও বিক্রয়ের অপরাধে মালিক মোঃ ইদ্রিস আলীকে ৫১ ধারায় ৩০০০ টাকা,
মেসার্স আদর্শ পোল্ট্রি ফিডকে মেয়াদ উত্তীর্ণ পোল্ট্রি ফিড বিক্রয় ও মুল্যতালিকা প্রদর্শন না করার অপরাধে মালিক মোঃ কাবিলকে ৩৮ ও ৫১ ধারায় ৩০০০ টাকাসহ অভিযানে ৪ টি প্রতিষ্ঠানকে মোট ১০০০০ টাকা জরিমানা করা হয়। অভিযানে সার্বিক সহযোগিতা করেন সরোজগঞ্জ পুলিশ ফাঁড়ির একটি টিম।