চুয়াডাঙ্গায় সাইফুল ইসলাম হত্যা ঘটনায় আসামীদের ধরতে ও দ্রুত বিচারের দাবিতে মানব বন্ধন ও সংবাদ সম্মেলন করেছে নিহতের বাবা

চুয়াডাঙ্গা প্রতিনিধি:চুয়াডাঙ্গায় সাইফুল ইসলাম হত্যা ঘটনায় আসামীদের ধরতে ও দ্রুত বিচারের দাবিতে মানব বন্ধন ও সংবাদ সম্মেলন করেছে নিহতের পরিবারের সদস্য ও গ্রামবাসী। ১০ জুন  বুধবার দুপুর ১ টায় জেলা প্রেস ক্লাবের সামনে মানব বন্ধন শেষে জেলা প্রেস ক্লাবে সংবাদ সম্মেল অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, হত্যা ঘটনার পর ১৭ দিন পার হলেও মামলার এজহার ভুক্ত আসামীদের পাঁচজনই এখনও পুলিশের ধরা-ছোঁয়ার বাইরে। পুলিশ অজ্ঞাত কারণে তাদের গ্রেফতার করছে না।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে নিহত সাইফুল ইসলাম পিতা আবদার আলী জানান, সাইফুল ইসলাম (৩৮) নিখোজ হয় ২৪ মে সন্ধা থেকে। পর দির সোমবার (২৫ মে) সকালে দামুড়হুদা উপজেলার সীমান্তবর্তী কুতুবপুর বিজিবি ক্যাম্পের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় (২৫ মে) সকালে তিনি পাঁচ জনকে আসামী করে হত্যা মামলা দায়ের করেছে।এ সময় আবদার আলী আরও বলেন, দেশে সাধারণ মানুষের ওপর এ রকম সহিংস ঘটনা নতুন কিছু নয়। আমার ছেলে হত্যাও এ রকম একটি ঘটনা। বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা, মানবতার মা যিনি দীর্ঘদিন পর জাতির জনকের হত্যার বিচার করেছেন সেই মায়ের কাছে আমার করজোড়ে অনুরোধ একজন বাবার প্রাণের আকুতি, আমি ছেলে হত্যার বিচার চাই। আমার ছেলের খুনিদের সর্বোচ্চ শাস্তি ফাঁসি চাই। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, মৃত. সাইফুল ইসলামের চাচা মুনসুর আলী, ভাই মুনসুর আলী, চাচাতো ভাই হানেফসহ স্থানীয় এলাকার লোকজন