চুয়াডাঙ্গায় ভবনে থেকে পড়ে শ্রমিক নিহত

চুয়াডাঙ্গা শহরের পুরাতন হাসপাতাল পাড়ায় বহুতলা ভবনে লিফট চেম্বারের পেলাস্তারের কাজ করতে গিয়ে বাঁশের মাচা ছিঁড়ে নীচে পড়ে দু’জন শ্রমিক হতাহত হয়েছেন।

রবিবার (১৪ জানুয়ারি) সকাল প্রায় সোয়া ৮টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে। নিহতের মরদেহ সদর হাসপাতাল মর্গে রাখা আছে।

এ দূর্ঘটনার নিহত হয়েছেন চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর উপজেলার উপরাজ রামপুরের কুরবান আলীর ছেলে ইয়াছিন আলী (২৬), আহত হয়েছেন নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার পানিহারা গ্রামের মৃত বিপদ রবি দাসের ছেলে উত্তম কুমার (২৭)।

চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ শেখ সেকেন্দার আলী জানান, চুয়াডাঙ্গা পৌর এলাকার পুরাতন হাসপাতাল পাড়ায় মরহুম শওকত আলীর ছেলে টিটুর নির্মাণাধীন ভবনে কয়েক জন নির্মাণ শ্রমিক লিফটের চেম্বারের পেলাস্তারের কাজ করছিলেন। ৭মতলা লিফটের বক্সে বাঁশের মাচায় বসে কাজ করছিল উত্তম ও ইয়াছিন আলী।

এ সময় দু’জনই বাঁশের মাচাসহ নিচে পড়ে গুরুত্বকর আহত হন। তাদেরকে স্থানীয়রা উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরী বিভাগে নিলে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক জুবাইদা জয়া পরীক্ষা শেষে ইয়াছিন আলীকে মৃত ঘোষাণা করেন। আহত শ্রমিক উত্তম সদর হাসপাতালের সার্জারী ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।