চুনারুঘাট পৌর নির্বাচনে আ’লীগের ৬ প্রার্থীর তালিকা যাচ্ছে কেন্দ্রে

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধিহবিগঞ্জের চুনারুঘাট পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগের ৬জন দলীয় মনোনয়ন চেয়েছেন। বৃহস্পতিবার বিকেলে পৌর ও উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে পৌরসভা নির্বাচনে প্রার্থী তালিকা বাছাই সভায় ৬ জনের তালিকা কেন্দ্রে পাঠানোর সিদ্ধান্ত হয়। তারা হলেন, বিগত পৌর নির্বাচনে ১৪ ভোটে পরাজিত ছাত্রলীগের সাবেক সম্পাদক সাইফুল আলম রুবেল, সাবেক ছাত্রলীগ নেতা বজলুর রশীদ দুলাল, সাবেক ছাত্রনেতা মুক্তাদির কৃষান চৌধুরী, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবুল খায়ের, পৌর যুবলীগের আহবায়ক নাজমুল ইসলাম বকুল ও যুবলীগ নেতা এডভোকেট সহিদুল ইসলাম। উপজেলা হলরুমে পৌর আওয়ামীলীগের সভাপতি আবু তাহের মহালদার এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবুল খায়ের এর পরিচালনায় অনুষ্ঠিত প্রার্থী বাছাই সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট আকবর হোসেন জিতু। এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ আবু তাহের, মহিলা আওয়ামীলীগের সভাপতি ও ভাইস চেয়ারম্যান আবিদা খাতুন, আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুর রশিদ মাষ্টার, সহ-সভাপতি ইউপি চেয়ারম্যান আলহাজ্ব শামছুননাহার চৌধুরী, মদরিছ মিয়া মহালদার, সৈয়দ মুতাবিব্র আলী, যুগ্নসম্পাদক আনোয়ার আলী, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব শামছুজ্জামান শামীম, সাংগঠনিক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আলহাজ্ব রজব আলী, সাবেক চেযারম্যান ওয়াহেদ আলী মাষ্টার, সাংগঠনিক সম্পাদক সজল দাশ, দপ্তর সম্পাদক আবুল কালাম আজাদ, ইউপি চেয়ারম্যান ও স্বেচ্ছাসেবকলীগ সেক্রেটারি আবেদ হাসনাত সনজু চৌধুরী, ইউপি চেয়ারম্যান ফজলুর রহমান তরফদার সবুজ, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি, সাধারণ সম্পাদক, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কে এম আনোয়ার আলী, তাতীলীগের সভাপতি খন্দকার কবির, কৃষকলীগের সভাপতি মুজিবুর রহমান, স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মানিক সরকার,  ছাত্রলীগের আহবায়ক সোহেল আরমান ও পৌর আওয়ামীলীগের ওয়ার্ড সভাপতি সাধারণ সম্পাদক বক্তব্য রাখেন। সভায় আগামী পৌর নির্বাচনে আওয়ামীলীগের ৬জন প্রার্থী তাদের প্রার্থীতা ঘোষনা করেন। পরে সভার সিদ্ধান্ত মোতাকেত ৬ জনের নামই কেন্দ্রে পাঠানোর সিদ্ধান্ত হয়। মাননীয় দলীয় সভাপতি প্রধানমন্ত্রীর যাকে মনোনয়ন দিবেন তার পক্ষেই সকল প্রার্থী কাজ করবেন বলে অঙ্গীকার করেন।