চুনারুঘাট পৌরশহরে দুই ব্রিজের সামনে ময়লার স্তুপ, দেখার কেউ নেই

শংকর শীল, চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধিঃ হবিগঞ্জের চুনারুঘাট পৌরশহরের মরা খোয়াই নদীর দুই ব্রিজের সামনে ময়লার স্তুপের শেষ নেই। এ যেন দেখার কেউ নেই !

এছাড়াও পৌরশহরের বিভিন্ন  আনাচে কানাচে এসব ময়লার স্তুপ লক্ষ করা যাচ্ছে। দোকানপাট ও রাস্তার ময়লা আবর্জনা ও মরা খোয়াই নদীর দুই ব্রিজের আশপাশে দূর্গন্ধ শ্বাস-প্রশ্বাসে ব্যাঘাত হচ্ছে। দূর্গন্ধে দুর্ভোগে চুনারুঘাট পৌরবাসী। অনেক সময় পথচারীরা এসব স্তুপে আগুন লাগিয়ে দেয়। আগুনের ধোয়ায় পরিবেশের ক্ষতি সাধন হচ্ছে। দেখা দিচ্ছে বিভিন্ন রোগ বালাই।

সাধারণ পথচারীরা জানান, কিছুদিন ধরে এ দূর্গন্ধ  ও ময়লার স্তুপ প্রকট আকার ধারণ করেছে। এখানে চুনারুঘাট পৌরশহরের সারা বাজারের ময়লা আবর্জনা ফেলানো হয়। যে কারণে মরা খোয়াই নদীর দুই ব্রিজের সামনে ময়লার স্তুপ দেখা দিয়েছে। তাই অতি দ্রুত এ সমস্যার সমাধান নতুন মেয়র করবেন বলে তাদের প্রত্যাশা।

এসব বিষয়ে বর্তমান মেয়র নাজিম উদ্দিন শামছু বলেন, নির্বাচনের ঝামেলা কারণে হয়ত কিছু ময়লা জমে গেছে। অতি দ্রুত এই সমস্যার সমাধান করা হবে। যদিও আমি পরাজিত। তারপরও জনগণের সমস্যা সমাধান করতে বদ্ধ পরিকর।