চুনারুঘাটে সেলুন ব্যবসায়ী জালালের মৃত্যুতে সেলুন ব্যবসায়ী সমিতির ২ঘন্টা কর্মবিরতি

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধিঃ হবিগঞ্জের চুনারুঘাটের সেলুন ব্যবসায়ী সড়ক দূর্ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় মোঃ জালাল এর মৃত্যুতে “চুনারুঘাট সেলুন ব্যবসায়ী সমিতি’র ২ঘন্টা কর্মবিরতি দিয়ে শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন। রোববার (৭ ফেব্রুয়ারি) দুপুর ১টা হইতে বিকাল ৩টা পর্যন্ত (২ঘণ্টা) চুনারুঘাটের সকল সেলুন ব্যবসায়ীরা সেলুন বন্ধ রেখে কর্মবিরতি দিয়ে জালাল এর বিদেহী আত্মার শান্তিকামনায় শোক প্রকাশ ও শোকসমপ্ত পরিবার প্রতি সমবেদনা জ্ঞাপন করেন তারা। এ সময় জালাল এর মরদেহ দেখতে তাঁর এর বাসভবনে ছুটে যান – চুনারুঘাট সেলুন ব্যবসায়ী সমিতি’র সভাপতি নিশিকান্ত শীল, সাধারণ সম্পাদক সমরেশ চন্দ্র শীল, সহ-সভাপতি প্রদীপ চন্দ্র শীল, সাংগঠনিক সম্পাদক রণজিৎ চন্দ্র শীল, সহ-সাংগঠনিক সম্পাদক অরুণ চন্দ্র শীল, অর্থ সম্পাদক স্বপন চন্দ্র শীল,সহ- অর্থ সম্পাদক  মড়ল চন্দ্র শীল,সুধাংশু চন্দ্র শীলসহ অন্যান্য সদস্যবৃন্দ। নিহত মোঃ জালাল বি- বাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার নাদিরাবাড়ী গ্রামের তাহের মিয়ার পুত্র। সে চুনারুঘাট পৌরশহরের মধ্য বাজারের জাহির মাস্টার সুপার মার্কেটের “মা- বাবার দোয়া সেলুন ” এর প্রোপ্রাইটর। উল্লেখ্য যে, গত শুক্রবার বিকেল ৩টায় চুনারুঘাট আমতলী বাজারের পাশে সিএনজি -ট্রাকের মুখোমুখি সংঘর্ষে জালাল গুরুতর আহত হলে প্রথমে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জালাল এর অবস্থা আশঙ্কাজনক হলে জালালকে বি-বাড়িয়া সদর হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার বিকেল ৫.৩০মিঃ সময়ে মৃত্যু বরন করেন।