চুনারুঘাটে শ্রীশ্রী বাসুদেব মন্দিরে ২৪ প্রহর ব্যাপী নাম সংকীর্ত্তন মহাযজ্ঞ

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধিঃ বিশ্ব শান্তিকল্পে ২৪ প্রহর ব্যাপী (৩দিন) শ্রীশ্রী হরিনাম সংকীর্ত্তন মহাযজ্ঞ অনুষ্ঠান হবিগঞ্জের চুনারুঘাট পৌরশহরের হাতুন্ডা গ্রামে শ্রীশ্রী বাসুদেব মন্দির পাঙ্গণে অনুষ্ঠিত হবে। ২৩ জানুয়ারি শনিবার ৪৭তম বিশ্বমঙ্গল শ্রীশ্রী হরিনাম সংকীর্ত্তনের শুভ উদ্বোধন। ২৪ জানুয়ারি রোববার হইতে ২৬ জানুয়ারি মঙ্গলবার পর্যন্ত স্বাধ্যায়যজ্ঞ, শ্রীমদভগবদ গীতা আলোচনা, ধর্ম সভা, ধর্মীয় সংঙ্গীতানুষ্ঠান, ধর্মীয় কবিগান, পদকীর্ত্তন, লীলাকীর্ত্তনসহ বিভিন্ন অনুষ্ঠানাদি হবে। ২৬ জানুয়ারি মঙ্গলবার ২৪ প্রহর ব্যাপী (৩দিন) হরিনাম সংকীর্ত্তন মহাযজ্ঞের শুভাধিবাস। ২৭ জানুয়ারি বুধবার হইতে ২৯শে জানুয়ারি শুক্রবার পর্যন্ত ২৪ প্রহর ব্যাপী (৩দিন) শ্রীশ্রী হরিনাম সংকীর্ত্তন মহাযজ্ঞ চলবে। একনাম কীর্ত্তনীয়া দলগুলো হচ্ছে – রাধামাধব সম্প্রদায় গোপালগঞ্জ, নন্দ গোপাল সম্প্রদায় পটুয়াখালী, গোবিন্দ ভক্ত সম্প্রদায় মাদারীপুর, হরিনাম সংঘ কিশোরগঞ্জ, নিত্যানন্দ সম্প্রদায় ও শ্রীশ্রী বাসুদেব সংঘ চুনারুঘাট।  ৩০ জানুয়ারি শনিবার কীর্ত্তনসহ মন্দির প্রদক্ষিণ, নগর পরিক্রমা ও হরিলুট তৎপর উৎসব সমাপন হবে। এ উৎসবে পরিবার -পরিজন নিয়ে আপনারা সবান্ধবে আমন্ত্রিত।