চুনারুঘাটে মৃদু শৈত্য প্রবাহে জনজীবন বিপর্যস্ত

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধিঃ গত কয়েকদিন ধরে মৃদু শৈত্য প্রবাহ বেড়ে যাওয়ায় হবিগঞ্জের চুনারুঘাটে তীব্র শীতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। তবে এতে বেশি কষ্টে পড়েছেন ছিন্নমূল মানুষ। শীতের কারনে মানুষের জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। আর এ অবস্থায় লোকজন আক্রান্ত হচ্ছেন শীত জনিত বিভিন্ন রোগে। বিশেষ করে, শিশু ও বৃদ্ধদের অবস্থা আশস্কা জনক হয়ে পড়ছেন।  শীতে কর্মজীবী মানুষ ঘর থেকে বের হতে সাহস পাচ্ছেন না। তবুও কেউ কেউ শীতকে উপেক্ষা করে  বাইরে বের হতে বাধ্য হচ্ছে। তবে কনকনে শীতে উচ্চবিও ও মধ্যবিওদের চেয়ে ছিন্নমূল মানুষকেই বেশি কষ্ট ভোগ করতে হচ্ছে। এ শীতের মধ্যেও অনেকে খোলা আকাশের নিচে দিন রাত কাটাতে হচ্ছে। এসব মানুষ সারা বছরই দুর্ভোগে থাকে। তবে শীত তাদের জীবনে বাড়তি দুর্ভোগ নিয়ে আসে।

মাঝারি গতির বাতাস ও কুয়াশায় মানুষের স্বাভাবিক চলাফেরা ব্যাহত হচ্ছে। অনেকে বাসা -বাড়ি, হাটবাজারে খরকুটোয় দিয়ে আগুন জ্বালিয়ে শীত নিবারনের চেষ্টা করছেন। এদিকে আকাশে মেঘাছন্ন ও হালকা হালকা হিমেল হাওয়া বইতে শুরু করেছে। সকাল আর রাতে ঝরছে ঘন ঘন কুয়াশা ও হিমেল হাওয়া।কয়েকদিন ধরে রাত থেকে পরদিন সকাল ১১ /১২ টার আগে কুয়াশায় সূর্যের দেখা যায় না। দেখা গেলেও ঘণ্টা -দুঘণ্টা সূর্য মামা থেকেই সূর্য মামা উধাও হয়ে ঘন ঘন কুশায় ঢাকা পরে যায়। ফলে শীত বেড়ে যাওযায়, শীতের কবল থেকে রক্ষা করতে  গবাদি পশুগুলোর গায়ে চটের বস্তা দিয়ে ঢেকে দিতে দেখা গেছে। শৈত্য প্রবাহের কারণে শীতকালীন ফসলের ক্ষতির আশস্কা করছে কৃষি অফিস।