চিরচেনা চাঁপাইনবাবগঞ্জ শহরের বটতলা হাট ক্রেতা বিক্রেতা শুণ্য

জুলফিকার আলম সুমন, চাঁপাইনবাবগঞ্জ জেলা সংবাদদাতাঃ আজ সাপ্তাহিক হাটবারে বটতলা হাটে গিয়ে দেখা যায় গরুহাটিতে আট,দশজন গরু, ছাগল বিক্রেতা ক্রেতার জন্য অপেক্ষায় আছে। পসরা বাজারেও ক্রেতা কম বিকাল ৫ টায় দেখা যায় অনেক কে মালপত্র গুছিয়ে বাড়ির দিকে রওনা দিতে। গরু হাটের ইজারাদার মোঃ শরিফুল ইসলাম এর সাথে কথা বলে জানা যায় মাস্ক ও  সামাজিক দূরত্ব বজায় রেখে ক্রেতা বিক্রেতাকে হাটে ঢুকতে বলেছি কিছু মানুষ গরু,ছাগল নিয়ে হাটে আসলেও সদর থানা পুলিশ এসে বন্ধ করতে বললে আমরা সবাই কে চলে যেতে বলি।একই অবস্থা হাঁস পট্টি, পসরা পট্টিতেও। রাজারামপুর  থেকে ছাগল বিক্রি করতে আসা অটোরিকশা শ্রমিক  জামাল হোসেন বলেন শহরে কয়দিন থেকে বন্ধ আছে অটোরিকশা,বাড়ির পোসা ছাগল বিক্রি করে রোজায় কিছু বাজার করতে এসে ছিলাম, পুলিশ এসে বন্ধ করে দেওয়াই খালি হাতে বাড়ি ফেরত যাচ্ছি।