চিটাগং ভাইকিংস দলে আশরাফুল

এই আামার দেশ ডেস্ক : বিপিএলের উদ্বোধনী ম্যাচে চিটাগং ভাইকিংস এবং রংপুর রাইডার্স মাঠে নেমেছে। টস জিতে বল করার সিদ্ধান্ত নিয়েছে চিটাগং ভাইকিংস। আর তাদের প্রথম ম্যাচের দলে জায়গা পেয়েছেন মোহাম্মদ আশরাফুল। স্পট ফিক্সিংয়ের কারণে পাঁচ বছর নিষেধাজ্ঞায় থাকায় পর আবার বিপিএলে ফিরেলেন তিনি।

এর আগে ম্যাচ খেলার ব্যাপারে আশরাফুল বলেন, জাতীয় লিগগুলোতে তিনি বেশ কিছুদিন ধরে খেলছেন। কিন্তু সে ম্যাচগুলোতে সাধারণত টেলিভিশনে দেখানো হয়না। আর তাই তার ভক্তরা তার খেলা দেখার সুযোগ পাননি। এছাড়া জাতীয় দলের ফেরার যে লড়াই তাতেও চোখ এড়িয়ে গেছে অনেকের। কিন্তু এবার বিপিএলে ভালো খেলে দলে ফিরতে চান তিনি।

ম্যাচের আগে চিটাগং ভাইকিংস অধিনায়ক মুশফিক আশার বেলুন ফুলিয়ে বলেন, আশরাফুলের ভালো খেলার ব্যাপারে আশাবাদী তিনি। আশরাফুল অনেক পরিশ্রম করেছেন। তিনি এর ফল পাবেন বলেও মনে করেন আশরাফুল। তবে বিপিএলে নিয়মিত খেলতে হলে পারফর্ম করতে হবে আশরাফুলের। কারণে দলে তারকার অভাব নেই। আর তাই পারফর্ম করা ছাড়া দলে টিকে থাকা কঠিন।

ওদিকে গ্রিস গেইল ঢাকায় আসলেও দলে নেই তিনি। গেইল আজই ঢাকায় পৌছেছেন। আর তাই রংপুর রাইডার্স দলে রাখা হয়নি। তাকে।