চা দোকানে ভূমিমন্ত্রীর ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল

চট্টগ্রাম প্রতিনিধি:

গ্রামের একটি দোকানে বসে চা খেয়েছেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান
চৌধুরী জাবেদ। আর সেই চা খাওয়ার ছবিই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। গ্রামের
সেই চায়ের দোকানে চারপাশে বেড়া দিয়ে ঘেরা। আছে কাঠের টেবিল-চেয়ার। তাও আবার অনেক পুরানো। ওই
টেবিলের ওপর প্লাস্টিকের জগ এবং স্টিলের গ্লাস।

গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টায় দক্ষিণ চট্টগ্রামের আনোয়ারা
উপজেলার হাইলধর গ্রামের এই চিত্রটি বর্তমানে ভাইরাল হয়েছে। জানাগেছে, ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী
জাবেদ সকালে এসে নিজের পিতা আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য আখতারুজ্জামান চৌধুরী
বাবুর কবর জেয়ারত করেন। পরে গ্রামের উক্ত দোকানটিতে বসে চা পান করেন।

 

এসময় সেখানে উপস্থিত সাধারণ মানুষের সুখ-দুঃখের অনেকগুলো কথা শোনেন তিনি। এতে অভাবী মানুষগুলোর চোখে-মুখে ছিল হাসির ঝিলিক। তারা মন্ত্রীর সামনে এভাবে কথা বলতে পেরে খুবেই আনন্দিত। অনেকেই তাঁর জন্য আল্লাহর কাছে দোয়াও করেন। ওদিকে মন্ত্রীর প্রটোকলে থাকা আনোয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাও চায়ের দোকানে মন্ত্রীর চা পানের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন।

 

প্রসঙ্গত, আওয়ামী লীগের দুঃসময়ের অভিভাবক হিসেবে পরিচিত দলের সাবেক
প্রেসিডিয়াম সদস্য, আনোয়ারা ও কর্ণফুলী থেকে নির্বাচিত সংসদ সদস্য আখতারুজ্জামান চৌধুরী বাবুর
মৃত্যুর পর একই আসনে তার ছেলে সাইফুজ্জামান চৌধুরী জাবেদকে মনোনয়ন দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
পরবর্তীতে নির্বাচনে তিনি জয়ী হয়ে সততা ও সফলতার সঙ্গে নিজের দায়িত্ব পালন করেন। দশম জাতীয় সংসদ
নির্বাচনে তিনি আবারও বিপুল ভোটে জয়লাভ করেন। পরবর্তীতে বাংলাদেশ সরকারের মন্ত্রিপরিষদে স্থান করে নেন তিনি ভূমিমন্ত্রী হিসেবে। বর্তমানে তাঁর চেষ্টায় এলাকায় ব্যাপক উন্নয়ন হচ্ছে বলে জনশ্রুতি রয়েছে।