চাটখিলের ডা. তিথির হাতে আমেনা বেগম নিহতের ঘটনায় তদন্ত কমিটি গঠন: সিএস

নিজস্ব প্রতিনিধি, নোয়াখালী ঃ নোয়াখালী জেলার চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কনসালটেন্ট ডাঃ তিথি আজিজ ৭০ হাজার টাকার বিনিময় নিহত আমেনা বেগমের ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা চালাচ্ছেন। আমেনার অসহায় গরীব স্বামীকে ৭০ হাজার টাকা শনিবার রাতে প্রদান করা হয়েছে। মানবাধিকার সংস্থা ব্ল্যাষ্টি ইন্টারন্যাশনালের পরিচালক ও সুপ্রীম কোর্টের আইনজীবি ব্যারিস্টার পারভেজ আহমেদ দৈনিক নোয়াখালী সময় ডট কম কে বলেছেন, এ ঘটনা ধামাচাপা দেয়ার কোন সুযোগ নেই। নিহতের আত্মীয় স্বজনেরা মামলা না করলে ও রাষ্ট্রের যে কোন নাগরিক মামলা করতে পারবে। তিনি আরো বলেন, আমরা এ ধরনের কয়েকটি মামলা করেছি। আমরা এ বিষয়ে সভা করে সিদ্ধান্ত গ্রহন করবো এ সপ্তাহে। এই ঘটনায় দু-একদিনের মধ্যে তদন্ত কমিটি গঠন করা হবে। নোয়াখালী জেলা সিভিল সার্জেন ডাক্তার মাসুম ইফতেখার রোববার দুপুরে দৈনিক নোয়াখালী সময় ডট কম কে এ তথ্য নিশ্চিত করেছেন। শুক্র-শনি অফিসিয়াল বন্ধের কারনে কমিটি গঠনে একটু বিলম্ব হচ্ছে। তবে খুব দ্রæত সময়ের মধ্যে খুব সুন্দর একটি তদন্ত কমিটি গঠন করবেন বলে তিনি জানিয়েছেন। এদিকে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্মকর্তা ডাঃ মোস্তাক আহমেদ রোববার দুপুরে নয়া বঙ্গবাজারকে বলেন,কমিটি গঠন করে তদন্ত করা হবে। তদন্ত কমিটির রিপোর্ট পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি যোগ করেন, ১ মাসে তিথি আজিজ ২৬২টা সিজার করেছে ঐ গুলোতে কোন সমস্যা হয়নি। অপরদিকে চাটখিলের আনাচে-কানাচে ডাঃ তিথি আজিজের ব্যাপারে পাওয়া যাচ্ছে চ্যা ল্যকর তথ্য। তিনি সরকারি হাসপাতালে সিজার না করে, সরকারি হাসপাতালে আসা রোগীদের তার চেম্বারে সিজার করার পরামর্শ দিয়ে থাকেন। সরকারী হাসপাতালে আসা রোগীদের সাথে ভাল ব্যবহার করেন না। অফিস টাইমেও তাকে ঠিকমত সরকারী হাসপাতালে পাওয়া যা না।সরকারি হাসপাতালে যেটুকু সময় থাকেন রোগী দেখে ফি আদায় করেন। প্রাইভেট হাসপাতাল তার চেম্বার সরকারী হাসপাতালে রোগী নিয়ে মোটা অংকের টাকার বিনিময়ে সিজারসহ অন্য অপারেশন করে থাকেন। প্রাপ্ত তথ্যে আরো জানাগেছে ডাঃ তিথি আজিজ চাটখিল শিশু-কিশোর হাসপাতাল নামে, নিজে একটি হাসপাতাল প্রতিষ্ঠার কার্যক্রম ইতিমধ্যে সম্পন্ন করেছেন। এখন উদ্বোধনের অপেক্ষায় রয়েছে হাসপাতালটি। চাটখিলের জনগণ বলছে, সে এখন নিজেই মানুষ মারার কারখানা তৈরি করে ফেলেছে। আর কোন সমস্যা হবে না। তিনি তার কারখানা মেরে ঘটনা ধামাচাপা দিয়ে ফেলবেন। চাটখিলের বিভিন্ন শ্রেণি-পেশার লোকজনের সাথে আলাপকালে তারা বলেছেন, ডাঃ তিথি আজিজের সম্পদের শেষ নেই। তিনি কত টাকার মালিক নিজেও জানেন না। এখন প্রশ্ন উঠেছে একজন কনসালটেন্ট এত টাকার মালিক হলো কিভাবে? অবিলম্বে তার সম্পদের হিসাব তলবের জন্য দুদকের কাছে এলাকাবাসী জোর দাবী জানিয়েছে। #