চাঁপাইনবাবগঞ্জে মসজিদে একই সময় আযান ও ইফতারের জন্য জেলা  প্রশাসন ও ইসলামিক ফাউণ্ডেশনের আয়োজনে ইমাম সম্মেলন অনুষ্ঠিত

জুলফিকার আলম সুমন, চাঁপাইনবাবগঞ্জ জেলা সংবাদদাতাঃ আজ বুধবার সকাল ৯ টায়  চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলার সকল মসজিদে একই সময় আযান ও ইফতারের জন্য  মসজিদের ইমামদের নিয়ে  জুম মিটিংয়ের মাধ্যমে পবিত্র রমজান মাসের প্রস্তুতি ও বিভিন্ন সামাজিক সমস্যা প্রতিরোধে  ইমাম সম্মেলন অনুষ্ঠিত হয়।  ইসলামিক ফাউণ্ডেশনের উপপরিচালক মোঃ আবুল কালাম আজাদ এর সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক মোঃ মন্জুরুল হাফিজ। এ ছাড়া সম্মেলনে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মোঃ রবিন মিয়া( ADM),অতিরিক্ত জেলা প্রশাসক( রাজস্ব) দেবেন্দ্রনাথ ওরাঁও,  চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র মোঃ নজরুল ইসলাম, সাবেক মেয়র ও জেলা ফুড অফিস জামে মসজিদের ইমাম মাওলানা আবদুল মতিন, টাউন জামে মসজিদের ইমাম মাওলানা মাহবুবুর রহমান, নবাবগঞ্জ কামিল মাদরাসার অধ্যক্ষ ড এমরান হোসেন, কোট মসজিদের ইমাম মাওলানা মোখতার হোসেন সহ হানাফি ও আহলে হাদীস মাঝহাবের নেতৃবৃন্দ।

এ ছাড়া জুম মিটিংয়ে জেলার ৪৫ টি ইউনিয়ন পরিষদ ও পৌরসভা থেকে সংশ্লিষ্ট এলাকার বিভিন্ন মসজিদের ইমামগণ সংযুক্ত হন সম্মেলনে। জেলার সকল মসজিদের ইমামদের মতামতের ভিত্তিতে জেলার সকল মসজিদে একই সময় আযান দেওয়ার ব্যাপারে সিধান্ত গ্রহণ করা ও একই সময় ইফতারে ব্যাপারে সিধান্ত গ্রহণ করা হয়। এরকম একটি সুন্দর উদ্দ্যোগ গ্রহণ করার জন্য জেলা প্রশাসক মোঃ মন্জুরুল হাফিজ কে সাধুবাদ জানান উপস্থিত ইমাম ও বিভিন্ন মাদ্রাসাার অধ্যক্ষগণ।