চাঁপাইনবাবগঞ্জে প্রকৌশলী শিক্ষার্থীদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে

জুলফিকার আলম সুমন, চাঁপাইনবাবগঞ্জ জেলা সংবাদদাতাঃ প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের পেশাগত সমস্যা সমাধান সদ্য প্রকাশিত বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড (বিএনবিসি) ২০২০ এ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের অবমূল্যায়ন কারার প্রতিবাদ ও অসামঞ্জস্যতা সংশোধন ৩দফা দাবিতে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বঙ্গবন্ধু মঞ্চের সামনে ডিপ্লোমা প্রকৌশলীদের অবমূল্যায়ন করার প্রতিবাদে ও অসামজ্ঞস্যতা সংশোধনের দাবিতে স্মারক লিপি প্রদান ও মানববন্ধনে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ, চাঁপাইনবাবগন্জ জেলা শাখার সভাপতি মোঃ সাদেকুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা শাখার সাধারণ সম্পাদক সত্যজিৎ রায়, দপ্তর সম্পাদক ফিরোজ কবির, সদস্য রোকনুজ্জামান সহ অন্যান্যরা।

মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন আইডিইবির সমন্বয়ক আহসানুল ইসলাম,সরকারী পকিটেকনিকের ছাত্র ইলেক্ট্রনিক বিভাগের ছাত্র সাইফুল ইসলাম,সিভিল ইনঞ্জিয়ার্স বিভাগের শিক্ষার্থী আবুজার গিফারী, মাহবুব হোসেন,ইম্পেরিয়াল পলিটেকনিকের শিক্ষার্থী ইমন পারভেজসহ জেলার পলিটেকনিকের শিক্ষার্থীরা।

এছাড়াও মানববন্ধনে অংশ নেন জেলার বিভিন্ন ডিপ্লোমা ইনস্টিটিউটের ছাত্ররা।