চাঁপাইনওয়াবগঞ্জে এমপিওভুক্তির দাবিতে মানববন্ধন

জুলফিকার আলম সুমন, চাঁপাইনবাবগঞ্জ সংবাদদাতাঃ জনবল, অবকাঠামো ও এমপিও নীতিমালা -২০১৮ তে জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত বেসরকারি কলেজের অনার্স, মাস্টার্স শিক্ষকদের এমপিওভুক্তির দাবিতে   মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজকে মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের চত্বরে বঙ্গবন্ধু মঞ্চের সামনে জেলার বিভিন্ন জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত বেসরকারি কলেজের অনার্স ও মাস্টার্স শিক্ষকরা মানববন্ধন করে।

মানববন্ধনে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ বেসরকারি কলেজ অনার্স ও মাস্টার্স শিক্ষক ফেডারেশন চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার আহ্বায়ক নুরুল ইসলাম, সদস্য সচিব জমির উদ্দিন, ইরজাতুন নেসা, শরিফুল ইসলাম, শহিদুল ইসলাম প্রমূখ।

বক্তারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত বেসরকারি কলেজের অনার্স ও মাস্টার্স এর ৫৫০০ শিক্ষককে বিশেষ নির্দেশনার মাধ্যমে এমপিওভুক্তি করার জন্য আবেদন জানান।