চাঁদপুরে বই বিতরণ : উৎসব না থাকলেও ছিল আনন্দ

ঢাকঢোল পিটিয়ে নয়, তবে আনন্দঘন পরিবেশে এবং স্বাস্থ্যবিধি মেনে চাঁদপুরে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হয়েছে। শনিবার (১ জানুয়ারি) সকালে শহরের হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের হাতে এই বই তুলে দেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ। এসময় শিক্ষার্থীরা নতুন বই হাতে পেয়ে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।

শিক্ষার্থীরা জানায়, অনেক অপেক্ষার পর নতুন বই হাতে পেয়ে তারা বেশ আনন্দিত।

জেলা প্রশাসক বলেন, শিক্ষা মন্ত্রণালয় ও অধিদপ্তরের নির্দেশনা মেনে আগামী ১২ জানুয়ারির মধ্যে মাধ্যমিক পর্যায়ের চাঁদপুরে বিভিন্ন শ্রেণির এক লক্ষাধিক শিক্ষার্থী তাদের নতুন বই পেয়ে যাবে। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা কর্মকর্তা গিয়াসউদ্দিন পাটোয়ারী, বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ অন্যান্য শিক্ষক ও অভিভাবক।

এদিকে, চাঁদপুরের আট উপজেলায় প্রায় ১ হাজার ২০০ সরকারি প্রাথমিক বিদ্যালয়, তিন শতাধিক এবতেদায়ী মাদরাসায়ও নতুন বই বিতরণ করা হয়েছে। এদিন দুপুরে সদর উপজেলার বালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশু শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন, বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি ও শুভসংঘ-চাঁদপুর শাখার সভাপতি লায়ন মাহমুদ হাসান খান।