চাঁদপুরে আবারো আল-আরাফাহ্ এজেন্ট ব্যাংকের ভল্ট থেকে ৫ লক্ষ টাকা চুরি

হারুন অর রশিদ, চাঁদপুর থেকে : চাঁদপুরের কচুয়া ও ফরিদগঞ্জের পর আবারো হাজীগঞ্জের আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং এর গ্রিল ভেঙ্গে নগদ টাকা চুরি হয়েছে।

মঙ্গলবার (২২ জুন) হাজীগঞ্জের বেলঁচো বাজারে আল আরাফাহ্ ইসলামী ব্যাংক এজেন্ট শাখার জানালার গ্রিল ভেঙ্গে ভল্টে থাকা ৫ লাখ ২৭ হাজার ৩৮৮ টাকা চুরি হয়।

ব্যাংক সূত্রে জানা যায়, সোমবার দিবাগত রাতের যে কোন সময় ব্যাংকের পূর্ব পাশের জানালার গ্রীল ভেঙ্গে এ দূর্ঘটনা ঘটায় চোরের দল।

আল আরাফাহ্ ইসলামী ব্যাংক এজেন্ট শাখার ব্রা ম্যানেজার মিজানুর রহমান বলেন,‘অফারেটর ম্যানেজার ইসমাঈল হোসেনসহ ৩ জন দায়িত্বে ছিলেন। আমি দায়িত্ব নেয়ার পূর্বে এ দুর্ঘটনা ঘটেছে। যে কারনে বেশী কিছু বলতে পারবো না। বিষয়টি প্রধান কার্যালয়ে অবহিত করেছি।’

বেলঁচো আল আরাফাহ্ ইসলামী ব্যাংক এজেন্ট শাখার এজেন্ট আফজাল হোসেন বলেন,‘গত ২ মাস পূর্বে কার্যক্রম শুরু হয় এ শাখাটির,যে কারনে সিসি ক্যামরা এখন পর্যন্ত লাগাতে পারিনি। এ বিষয়ে হাজীগঞ্জ থানায় মামলা হয়েছে।’

হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: হারুনুর রশিদ বলেন, ‘মামলা হয়েছে। আমরা তদন্তপূর্বক দ্রুত আইনগত ব্যবস্থা নিচ্ছি।’