চন্দ্রা ত্রিমোড়ে শিক্ষার্থীদের মানববন্ধন বিক্ষোভ সমাবেশ কলেজের জমিতে ফুয়েল পাম্প স্থাপনের প্রতিবাদে

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রাস্থ জাতির পিতা বঙ্গবন্ধু সরকারী কলেজের জমিতে ফুয়েল পাম্প স্থাপনের প্রতিবাদে কলেজ শিক্ষার্থীরা মানববন্ধন শেষে রাজপথ অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করে।

কলেজ সুত্র জানায়, ঢাকা-টাঙ্গাইল মহা সড়ক সংলগ্ন চান্দরাস্থ জাতির পিতা বঙ্গবন্ধু সরকারী কলেজের জমিতে একটি অবৈধ ফুয়েল পাম্প স্থাপনের প্রতিবাদে বুধবার সকালে ওই কলেজের শিক্ষার্থীরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে চন্দ্রা ত্রিমোড় এলাকায় বিক্ষোভ সমাবেশ করে। সমাবেশ শেষে তারা মহাসড়কের পাশে দীর্ঘ মানববন্ধন করে। এ সময় কলেজের শিক্ষক,কর্মচারী ও সুধী সমাজ তাদের সাথে একাত্বতা প্রকাশ করে বক্তব্য রাখেন, গাজীপুর জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শিকদার মোশারফ হোসেন, জাতির পিতা বঙ্গবন্ধু কলেজের অধ্যক্ষ এসএম মোবারক হোসেন,শিক্ষক আব্দুর রাজ্জাক, শহিদুর রহমান,আব্দুল আওয়াল, শাহজাহান মিয়া, জাতির পিতা বঙ্গবন্ধু সরকারী কলেজ ছাত্রলীগের সভাপতি বিল্লাল হোসেন টুটুল, সম্পাদক মামুন মন্ডল, প্রমুখ। বক্তারা বলেন,সরকারী শিক্ষা প্রতিষ্ঠানের জমিতে কোন ভাবেই জনৈক আক্তার হোসেন ওকলকে ফুয়েল পাম্প স্থাপন করতে দেয়া হবেনা।