চতুর্থ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে গোবিন্দগঞ্জে যারা চেয়ারম্যান নির্বাচিত হলেন

গোবিন্দগঞ্জ ( গাইবান্ধা) প্রতিনিধি

ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে, উৎসবমূখর পরিবেশে ও বিচ্ছিন্ন কিছু ঘটনার মধ্য দিয়ে চতুর্থ ধাপে রোববার গাইবান্ধার গোবিন্দগঞ্জ ১৫ টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে গোবিন্দগঞ্জের ১নং কামদিয়া ই ভি এম । রাত দশ টায় উপজেলা নির্বাচন অফিস থেকে ১৫টি ইউপির নির্বাচনের বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়। এর মধ্যে গোবিন্দগঞ্জের ১৫ নং শিবপুর ইউপির একটি কেন্দ্রে সংঘর্ষের কারণে ভোট স্থগিত থাকায় সেখানকার ফলাফলও স্থগিত হয়ে যায়।

অন্যদিকে গোবিন্দগঞ্জ উপজেলার ১নং কামদিয়া ইউনিয়নে মোশাহেদ হোসেন চৌধুরী বাবলু নৌকা প্রতীকে ৬ হাজার ৮২ ভোট , ২নং কাটাবাড়ি ইউপিতে জোবায়ের হাসান মো: শফিক (গোলাপ) নৌকা প্রতীকে ৮ হাজার ৯ শ ৪৭ ভোট, ৩নং শাখাহার ইউপিতে মুহম্মদ জাহাঙ্গীর কবির মোটর সাইকেল প্রতীকে ৭ হাজার ১ শ ৭৬ ভোট, ৪নং রাজাহার ইউনিয়নে রফিকুল ইসলাম মোটর সাইকেল প্রতীকে ৩ হাজার ৯ শ ৮১ ভোট, ৫নং সাপমারা ইউনিয়নে শাকিল আকন্দ বুলবুল আনারস প্রতীকে ৪ হাজার ৬ শ ৬৫ ভোট, ৬নং দরবস্ত ইউপির আবু রুশদ মো: শরিফুল ইসলাম (জর্জ) নৌকা প্রতীকে ৯ হাজার ৬ শ ৫০ ভোট, ৭নং তালুককানুপুর ইউনিয়নে খন্দকার আব্দুর রহমান মাস্টার ঘোড়া প্রতীকে ৫ হাজার ৪ শ ৪৫ ভোট, ৮নং নাকাই ইউপিতে খ. ম. সাজু চশমা প্রতীকে ৭ হাজার ২ শ ৮২ ভোট, ৯নং হরিরামপুর ইউনিয়নে আজহারুল ইসলাম বিপ্লব মোটর সাইকেল প্রতীক ৮ হাজার ৩ শ ২৫ ভ্ােট , ১০নং রাখালবুরুজ ইউপিতে হাসানুর রহমান চৌধুরী (ডিউক) মোটর সাইকেল প্রতীকে ৭ হাজার ৩ শ ৮৯ ভোট, ১১নং ফুলবাড়ি ইউনিয়নে আনিছুর রহমান শিবলু আনারস প্রতীক ৫ হাজার ৩৯ ভোট, ১২নং গুমানিগঞ্জ ইউনিয়নে মোঃ মাসুদুর রহমান মুরাদ ঘোড়া প্রতীক ৫ হাজার ১ শ ৩১ ভোট, ১৪ নং কোচাশহর ইউনিয়নে জহুরুল হক জাহিদ ঘোড়া প্রতীকে ৭ হাজার ৮ শ ৯৫ ভোট , ১৬নং মহিমাগঞ্জ ইউনিয়নে আনোয়ারুল ইসলাম প্রধান চশমা প্রতীকে ৭ হাজার ৩ শ ১৪ ভোট এবং ১৭নং শালমারা ইউনিয়নে আনিসুর রহমান আনিস নৌকা প্রতীক নিয়ে ৪ হাজার ২ শ ৮১ ভোট পেয়ে বে-সরকারী ভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। ১৫নং শিবপুর ইউনিয়নের ফলাফল স্থগিত রয়েছে।

এসব ইউনিয়নে নিকটতম প্রতিদন্দি প্রার্থীগন হলেন, ১নং কামদিয়া ইউনিয়নে মোঃ আলম সরকার মোটর সাইকেল প্রতীকে ৪ হাজার ৬ শ ৩৪ ভোট , ২নং কাটাবাড়ী ইউনিয়নে রেজাউল করিম রফিক মোটর সাইকেল প্রতীকে ৮ হাজার ৮ শ ২২ ভোট, ৩নং শাখাহার মোঃ তাহাজুল ইসলাম নৌকা প্রতীকে ৪ হাজার ২ শ ৩২ ভোট, ৪নং রাজাহার ইউনিয়নে মোঃ তারিক রিফাত ঘোড়া প্রতীকে ৩ হাজার ৭ শ ৮৪ ভোট, ৫নং সাপমারা ইউনিয়নে মোঃ তোফাজ্জল হোসেন সরদার ঘোড়া প্রতীকে ৪ হাজার ২ শ ৪ ভোট, ৬নং দরবস্ত ইউপির কাজী মোঃ সামিউল ইসলাম চশমা প্রতীকে ৭ হাজার ৩ শ ৪৬ ভোট, ৭নং তালুককানুপুর ইউনিয়নে আতিকুর রহমান আতিক মোটর সাইকেল প্রতীকে ৪ হাজার ৭ শ ১৭ ভোট, ৮নং নাকাই ইউনিয়নে মোঃ সায়েম আনারস প্রতীকে ৩ হাজার ৩৪ ভোট, ৯নং হরিরামপুর ইউনিয়নে মোঃ রফিকুল ইসলাম সরকার আনারস প্রতীক ৫ হাজার ৮ শ ৯৩ ভ্ােট , ১০নং রাখালবুরুজ ইউনিয়নে মোঃ রেজাউল করিম মন্ডল (তোতা) আনারস প্রতীকে ৫ হাজার ২১ ভোট, ১১নং ফুলবাড়ি ইউনিয়নে আব্দুল মান্নান মোল্লা লাঙ্গল প্রতীক ৩ হাজার ১ শ ৮ ভোট, ১২নং গুমানিগঞ্জ ইউনিয়নে ফারুক কবির আহম্মেদ মোটর সাইকেল প্রতীক ৪ হাজার ৯ শ ৪৪ ভোট, ১৪ নং কোচাশহর ইউনিয়নে মোঃ মোশারফ হোসেন আনারস প্রতীকে ৫ হাজার ৬ শ ৩৫ ভোট , ১৬নং মহিমাগঞ্জ ইউনিয়নে মোঃ গোলাম কাদির মিঠু আনারস প্রতীকে ৬ হাজার ৫ শ ৫১ ভোট এবং ১৭নং শালমারা ইউনিয়নে মোঃ আইয়ুব আলী চশমা প্রতীক নিয়ে ৩ হাজার ৩ শ ৮৭ ভোট পেয়েছেন। বে-সরকারী ভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। ১৫নং শিবপুর ইউনিয়নের ফলাফল স্থগিত রয়েছে। গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাচন অফিস সূত্রে এ তথ্য জানা গেছে।

নির্বাচন অফিস সূত্র জানিয়েছে ,এ নির্বাচনে গোবিন্দগঞ্জ উপজেলার ১৬টি ইউনিয়নের ১৬১টি কেন্দ্রে মোট ভোটার ৩ লাখ ৬০ হাজার ৮৩৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৭৮ হাজার ৬১ জন ও মহিলা ভোটার ১ লাখ ৮২ হাজার ৭৭৮ জন। এ ১৬টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৯২ জন, সদস্য পদে ৬৫২ জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ২৫৫ জন প্রার্থী প্রতিদ্ব›দ্বীতা করেন।