চট্টগ্রামে লোকমান হত্যা মামলার প্রধান আসামি ‘বন্দুকযুদ্ধে’ নিহত

সংবাদদাতা : চট্টগ্রামের বাকলিয়া থানাধীন খালপাড় এলাকায় হত্যা মামলার আসামি মো. সাইফুল (২৮) ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছেন বলে দাবি করেছে পুলিশ। মঙ্গলবার ভোর চারটার দিকে কল্পলোক আবাসিক এলাকার ৫ নং ব্রিজ কবরস্থানের পাশে এ ঘটনা ঘটে।

নিহত সাইফুল সবুজবাগ আবাসিক এলাকার রফিক আহমদের ছেলে। তিনি লোকমান হোসেন জনি (২৫) হত্যা মামলার প্রধান আসামি।

এ খবর নিশ্চিত করে বাকলিয়া থানার ওসি প্রনব চৌধুরী জানান, সাইফুল ও জিয়া উদ্দিন বাবলু নামে দুইজনকে ফটিকছড়ি এলাকা থেকে গ্রেফতার করা হয়। পরে সাইফুলের স্বীকারোক্তি অনুযায়ী কল্পলোক আবাসিক এলাকায় অস্ত্র উদ্ধারে গেলে সন্ত্রাসীদের সঙ্গে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এ ঘটনায় গুলিবিদ্ধ সাইফুলকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিত্সক মৃত ঘোষণা করেন।

এর আগে গত শনিবার দিবাগত রাতে ওই থানার খালপাড় এলাকায় খুন হন লোকমান হোসেন জনি। লোকমান হোসেন জনির বাসা নগরের গোলপাহাড় এলাকায়। পরে লোকমান খুনের ঘটনায় সাইফুলকে প্রধান আসামি করে আটজনের বিরুদ্ধে বাকলিয়া থানায় মামলা দায়ের করেন লোকমানের মা রোকেয়া বেগম।

পুলিশ সূত্রে জানা গেছে, ছোট ভাইদের প্রেম সংক্রান্ত ব্যাপার নিয়ে দ্বন্দ্বে জড়ায় লোকমান হোসেন জনি ও সাইফুল।