ঘোড়াঘাটে হানিফ পরিবহনের ড্রাইভার কে মারধর,প্রতিবাদে রাস্তা অবরোধ।

মনোয়ার বাবু,ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের ঘোড়াঘাটে হানিফ পরিবহনের চালক কে মারধর করায় গাড়ি দিয়ে ব্যারিকেড তৈরী করে রাস্তা অবরোধ করেছে পরিবহনটির চালক।
মঙ্গবার (৯ আগস্ট) পৌরসভার বাসস্ট্যান্ডে বেলা সাড়ে ১১টা থেকে ১২ টা পর্যন্ত ব্যারিকেড দিয়ে যান চলাচল বন্ধ করা হয়।
ঘটনাসূত্রে জানাযায়, পৌরসভার খন্দকার বদরে আরেফিন ফিলিং স্টেশনে হানিফ পরিবহনের বাস ঢাকা মেট্রো-ব-১৫-৮৩০২ তেল নেওয়ার সময় মোটরসাইকেলকে সাইড দেওয়া নিয়ে কথা কাটাকাটি হয়।কথা কাটাকাটির এক পর্যায়ে বাস চালক সোহরাব আলীকে মারধর করে জৈনিক মোটরসাইকেল চালক সোহেল।মারধর করার কারণে হানিফ পরিবহনের চালক পৌরসভার চারমাথা বাসস্ট্যান্ডে এসে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের উপর বাস দ্বারা ব্যারিকেড দিয়ে রাস্তার দুই পাশের যান চলাচল বন্ধ করে দেয়।পরে থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে হানিফ পরিবহনের চালক ও স্থানীয় শ্রমিক নেতৃবৃন্দের সাথে আলোচনায় বসে এবং উক্তি বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলে হানিফ পরিবহনের চালক রাস্তা থেকে গাড়ি সরিয়ে নিলে যান চলাচল আবার স্বাভাবিক হয়।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আবু হাসান কবির সত্যতা নিশ্চিত করে বলেন,প্রায় আধা ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল।ভূক্তভোগী চালকে যথাযথ ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেওয়া হয়েছে।বর্তমানে পরিস্তিতি স্বাভাবিক আছে বলে তিনি জানান।