ঘোড়াঘাটে শহীদ ক্যাপ্টেন শেখ কামালের জন্মদিন পালিত

মনোয়ার বাবু, (ঘোড়াঘাট) দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুর ঘোড়াঘাটে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠপুত্র, বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও বীর মুক্তিযোদ্ধা শহীদ শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী আজ। ১৯৪৯ সালের এই দিনে তিনি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট ভয়াল কালরাত্রিতে পরিবারের অন্য সদস্যদের সঙ্গে ঘাতকদের নির্মম বুলেটের আঘাতে প্রাণ হারান ২৬ বছর বয়সী শেখ কামাল।

বৃহস্পতিবার (৫ আগস্ট) সকাল ১০:০০ টায় উপজেলা প্রশাসন ও উপজেলা আওয়ামীলীগের আয়োজনে শহীদ শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ এর মধ্যে দিয়ে স্মৃতিচারণ, গাছের চারা বিতরণসহ দোয়া-প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে।

এরপর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নুর নেওয়াজ আহমেদ,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান , উপজেলা ভাইস চেয়ারম্যান মাহফুজার রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান রুশিনা সরেন,থানা অফিসার ইনচার্জ আজিম উদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা এখলাছ হোসেন, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডাঃ রুমানা আকতার রোমি,উপজেলা নির্বাচন কর্মকর্তা শাহজাহান মানিক, সাব রেজিস্ট্রার মুনছুর, ঘোড়াঘাট সরকারি কলেজের অধ্যক্ষ এস এম মনিরুল ইসলাম, উপজেলা প্রকৌশলী নুরনবী খান,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবদুস সাত্তার সরকার,উপজেলা একাডেমিক সুপারভাইজার ধ্বীরাজ সরকার, সমাজ সেবা কর্মকর্তা আবদুল আউয়াল, উপজেলা সমবায় কর্মকর্তা প্রদীপ সরকার শেখ কামালের প্রতিকৃতি তে পুষ্পস্তবক অর্পণ করেন।

এ ছাড়াও ঘোড়াঘাট উপজেলা আওয়ামী লীগের আয়োজনে সকালে উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুর রাফে খন্দকার সাহানশা’র পক্ষে শহীদ শেখ কামালের প্রতিকৃতি তে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আবদুল কাদের, সাংগঠনিক সম্পাদক সদের আলী খন্দকার, দপ্তর সম্পাদক মনোরঞ্জন মোহন্ত ভুট্টু, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ভুট্টু, সিংড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মান্নান মন্ডল, ঘোড়াঘাট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আনারুল ইসলাম , আওয়ামী লীগ নেতা ও বিশিষ্ট সমাজ সেবক কাজী ইসমেত আহমেদ রুশ্ দ চৌধুরী, আবদুর রহিম, উপজেলা আওয়ামী যুব লীগের সাবেক সাধারণ সম্পাদক এস এম রবিউল ইসলাম প্রমূখ।