ঘোড়াঘাটে বারুণী স্নানোৎসব ও ঐতিহ্যবাহী মেলা স্থগিত

মনোয়ার বাবু, (ঘোড়াঘাট) দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরের ঘোড়াঘাটে করোনার প্রভাবে সিংড়া ইউনিয়ন রানীগঞ্জ ঋষিঘাট ঐতিহ্যবাহী বারুণী গঙ্গা স্নানোৎসব ও ধর্মীয় মহামেলা স্থগিত করা হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন ঋষিঘাট গঙ্গা স্নান মন্দির কমিটির সভাপতি প্রকাশ চন্দ্র সরকার।

আগামী ২০ জুন (রবিবার) ভোর থেকে গঙ্গা স্নান, পূজা, অর্চনা, র্কীতন, ভাগবত পাঠের মধ্যে দিয়ে এ মেলা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ,দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা শাখার সভাপতি সাংবাদিক মনোরঞ্জন মোহন্ত ভুট্টু বলেন,এই মেলায় যেহুতু হাজার-হাজার নারী -পুরুষের সমাগম ঘটে তাই বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের সংক্রামণ রোধে এবং সচেতনতার জন্য গত বছরের ন্যায় এবারেও দ্বিতীয় বারের মত ঐতিহ্যবাহী এই মেলা স্থাগিত করা হয়েছে।

তবে করোনার কারনে মেলা সহ বৃহত্তর ও ঐতিহ্যবাহী গঙ্গা স্নান আনুষ্ঠানিকতা বন্ধ থাকায় সনাতন ধর্মাবলম্বী ভক্তদের মনে রয়েছে বিষাদের ছাপ।তারপরও তারা মনে করেন গঙ্গার পবিত্র স্রোত ধাড়ায় পৃথিবী হোক পবিত্র, বিনাশ হোক মহামারী করোনার।