ঘোড়াঘাটে একজন মাদক কারবারি হেরোইন ও ইয়াবা সহ আটক

মনোয়ার বাবু, (ঘোড়াঘাট) দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরের ঘোড়াঘাটে ১৫ পুড়িয়া হেরোইন ও ৩১ পিচ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ একাধিক মামলার আসামিকে আটক করেছে থানা পুলিশ।

আটককৃত আসামি ঘোড়াঘাট উপজেলার বলগাড়ির মোঃ শামসুল ইসলামের ছেলে মোঃ নুর আলম @ বাবু (৩৭)।

ঘোড়াঘাট থানা পুলিশ জানায়,মঙ্গলবার (২২ জুন) রাত আনুমানিক ৭:৩০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে উপ-পরিদর্শক দুলু মিয়া সঙ্গীয় অফিসার সহকারী উপ-পরিদর্শক আঃ মালেক সহ পুলিশের একটি টিম বলগাড়ি বাজার সংলগ্ন দক্ষিণ পার্শ্বে আটক আসামির বসত বাড়ির উত্তরে কাঁচা রাস্তার গলির উপর মাদক বিক্রি করছে এমন খবর পেয়ে অভিযান চালিয়ে নুর আলম@ বাবু কে আটক করে। এসময় আটককৃত আসামির দেহ তল্লাশি করে তার পরিহিত হাফ হাতা গেন্জির সামনের বাম পকেট থেকে একটি সাদা পলেথিনের মধ্যে সিগারেটের আংতা দ্বারা মোড়ানো ১৫ পুড়িয়া হেরোইন যার ওজন দুই গ্রাম এবং নীল পলেথিনের মধ্যে রক্ষিত ৩১ পিচ ইয়াবা ট্যাবলেট জব্দ করে।

ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ আজিম উদ্দিন ঘটনার সত্যতা শিকার করে জানান,গোপন সংবাদের ভিত্তি আমি আমার অফিসার এবং ফোর্স কে উক্ত স্থানে পাঠিয়ে দিলে হাতেনাতে ১৫ পুড়িয়া হেরোইন ওজন দুই গ্রাম এবং ৩১ পিচ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ নূর আলম নামের একজন কে আটক করে।পরবর্তিতে আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয় এবং আটককৃত আসামিকে আজ বুধবার বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।তিনি আরও জানান,আটক আসামির নামে এর আগেও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুই টি মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন আছে বলেও নিশ্চিত করেন।