ঘোড়াঘাটে চুরি হয়ে যাওয়া ৪ টি গরু সহ চোরচক্রের ১ জন চোর আটক

মনোয়ার বাবু(ঘোড়াঘাট) দিনাজপুর প্রতিনিধিঃদিনাজপুর ঘোড়াঘাটে ৪ টি গরু সহ একটি ট্রাক জব্দ এবং ১ জন গরু চোর কে আটক  করেছে থানা পুলিশ। আটককৃত গরুচোর নাটোর জেলার নলডাঙ্গা থানার ঠাকুরলক্ষী কুল এর মোঃ আজগর আলী ওরফে আশকর আলীর ছেলে মোঃ আতাউর রহমান ওরফে আতা(৩১) এবং চোরাই গরু বহনকারী ট্রাক ঢাকা মেট্রো-ট-২৪-২০৯৫ বলে নিশ্চিত হওয়া গেছে। চুরি হওয়া গরুর মালিক ঘোড়াঘাট পৌরসভার কাদিমনগরের কামাল হোসেনের ছেলে আঃ খালেক(৩৫) এবং অপর জন হচ্ছেন একই থানার ভেলাইনের আলহাজ্ব মোঃ নুরুল ইসলামের ছেলে মোঃ শহিদুল ইসলাম। পৌরসভার আঃ খালেক জানান, প্রতিদিনের ন্যায় অর্থাৎ ২৬ আগস্ট রাত্রি আনুমানিক ১০.০০ টার সময়  আমরা পরিবারের লোকজন রাতের খাবার শেষে আমার পূর্ব দুয়ারী জোড়া ঘরের দক্ষিণ পার্শ্বে ৩ টি গরু বান্ধিয়া রেখে ঘুমতে যাই, ২৭ আগস্ট রাত আনুমানিক ৩.০০ টার সময় প্রকৃতির ডাকে জাগনা পেয়ে ঘরের দুয়ার খুলে দেখি আমার ৩ টি গরু নাই। উক্ত সময় আমি ডাক চিৎকার করলে আশে পাশের লোকজন উপস্থিত হয় এবং সেই সময় সকল কে নিয়ে আমার হারিয়ে যাওয়া গরু খোজাখুজি শুরু করি। এক পর্যায়ে না পেলে থানা পুলিশ কে খবর দেই।

পরবর্তীতে থানা পুলিশের জোড় প্রচেষ্টায় উক্ত ট্রাকটিকে ধাওয়া করে  ৪টি গরু সহ ১ জন চোর আটক এবং অন্য চোররা পালিয়ে যেতে সক্ষম হয় সেই সংঙ্গে ট্রাক টি জব্দ করা হয় বলে জানাযায়। ঘোড়াঘাট থানা অফিসার ইনচার্জ আমিরুল ইসলাম জানান, আমার কাছে গরু চুরি হওয়ার বিষয়ে খবর আসার সংঙ্গে সংঙ্গে রাতের সব ডিউটি পাটি কে সর্তক করে দেয় যাতে করে কোন ভাবেই চোররা হাতছাড়া হয়ে না যায় এবং ৪ টি গরু ১ জন গরু চোরকে ধরতে সক্ষম হই বাকি চোরদের ধরতে জোড় প্রচেষ্টা চালানো করা হচ্ছে। সেই সংঙ্গে গরুর মালিকেরা তাদের গরু বলে সনাক্ত করেছেন এবং পৌরসভার আঃ খালেক বাদি হয়ে একটি মামলা দায়ের করেছেন বলে নিশ্চিত করেছেন।