ঘাটাইলে অতিরিক্ত দামে সার বিক্রি করায় ৪ ব্যবসায়ীকে একলাখ ৫ হাজার টাকা জরিমানাসহ ১ জনকে জেল

সৈয়দ মিঠুন, ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের ঘাটাইলে সরকার নির্ধারিত মূল্য থেকে অতিরিক্ত দামে সার বিক্রি করার অপরাধে চার সার ব্যবসায়ীকে ১ লক্ষ ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
ঘাটাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সোহাগ হোসেন সোমবার (৪ অক্টোবর) দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, সারের সরকারি নির্ধারিত মূল্যের বেশি দাম রাখা, ক্রেতাদের ক্রয় রশিদ ও রেজিস্টার না থাকায় উপজেলা সদরের ঘাটাইল বাজার এবং সংগ্রামপুর ইউনিয়নের ছনখোলা বাজারে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়। এসময় ভোক্তা অধিকার সংরক্ষণ নিয়ন্ত্রন আইন ২০০৯ এর ৪০ ধারা মোতাবেক ঘাটাইল বাজারের সার ব্যবসায়ি তোফাজ্জল হোসেনকে (৪০) ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড ও ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

ব্যবসায়ি ফজলুর রহমান সরকারকে (৪৫) ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। অপরদিকে ছনখোলা বাজারের ফজলুর রহমানকে (৬৮) ১০ হাজার টাকা, মজিবুল আজাদকে (৬২) ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এসময় ঘাটাইল থানার অফিসার ইনচার্জ মো.আজহারুল ইসলাম সরকার (পিপিএম) ও উপজেলা কৃষি কর্মকর্তা উপস্থিত ছিলেন।